মাদকের বিরুদ্ধে বয়ান, মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে বোমা হামলা
- আপডেট সময় : ১২:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৪১৯ বার পঠিত
মসজিদের মেম্বারে মাদকের বিরুদ্ধে বয়ান করা,মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং এলাকাবাসীদের নিয়ে মাদকর বিক্রেতাদের পুলিশে ধরিয়ে দেয়ায় মসজিদের ইমামকে হুমকি ধামকি ও খুন জখমের ভয় দেখিয়ে শাসিয়ে গিয়েছিল মাদক বিক্রেতারা! হত্যার জন্য রামদা চাকু নিয়ে মসজিদের দোতালায় ইমামকে খুজতেও গিয়ে ও বোমা মেরে হত্যার চেস্টার অভিযোগ পাওয়া গেছে । বোমায় মসজিদের জানালার কাচ ভেঙ্গে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । ঘটনাটি মঙ্গলবার রাত ১১ টা ৫৫ মিনিটে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বেজগাতী চারঘাটা এলাকায়।
মসজিদের ইমাম ও মাদক বিরোধী আন্দালনের সভাপতি মাওলানা আবু সালেহ অভিযোগ করেন ,
আমাদের বার্থী ইউনিয়নে ও চারঘাটা বেজগাতী বাউরগাতী এলাকায় মাদক বিক্রীর হাট বসে ওপেনে। বিক্রী ও সেবন এত পরিমানে বৃদ্ধি পেয়েছে যে রাস্তায় চলাচল করাই কস্ট। আমি চারঘাটা মসজিদে দির্ঘ বছর ইমামতি করে আসছি,সে সুবাদে প্রতি শুক্রবার মসজিদের মেম্বারে মাদকের বিরুদ্ধে বয়ান রাখি। মাদকের কড়ালগ্রাসে যুবসমাজ আজ ধ্বংশ প্রায়, বর্তমানে নাবালক শিশু কিশোররা বিক্রি ও সেবন করতেছে। এছাড়া আমি এই এলাকারই সন্তান, তাই আমারও দায়িত্ব রয়েছে। ইয়াবা বিক্রেতা রাশেদ, সোহেলকে ইযাবাসহ আটক করি এবং কয়েকবার মাদকসহ ধরিয়ে দেই।
এরপর থেকেই আমাকে হত্যার জন্য কয়েকবার চেস্টা চালিয়েছে। গৌরনদীর মাদক সম্রাট হীরা মাঝি ও তার খালাতো ভাই চান খা গং মাদকের গডফাদাররা ফোন করে ,স্বাক্ষাত করে হুমকি দিতো।
এরই ধারাবাহিকতায় গতকাল থার্টি ফাস্ট নাইট পালনে সবাই ব্যস্ত ও পটকা বাজি ফোটায় ঠিক সেই সময়ে আমাকে হত্যার উদ্দেশ্যে (রাত ১১,৫৫ মিনিটে ) মসজিদের সামনে দুটি ও আমার বসত ঘরের সামনে একটি বোমার বিস্ফোরন ঘটায়। বোমার বিকট শব্দশুনে এলাকাবাসী মসজিদের সামনে ও রাস্তায় জড়ো হলে ওরা পালিয়ে যায় ।
এঘটনার পরে গৌরনদী মডেল থানার পুলিশের এস আই জুয়েল ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত সংগ্রহ করে নিয়ে যান।
গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ ওসি মো ইউনুস মিয়া জানান, অভিযোগ পাইলে আইনী ব্যবস্থা নেয়া হবে ।
এই ঘটনার পর থেকে নিরাপত্বাহীনতায় রয়েছেন ইমাম মাওলানা আবু সালেহ ও তার পরিবার ।