ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ও গুতেরেসের দিনটি যেভাবে গেল আবরার ফাহাদ হত্যা : হাইকোর্টের রায় রোববার ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩ দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের মার্কিন জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের, প্রত্যাখান ইসরাইলের টানা দুই দিন ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস কাশ্মীরের দুটি সংগঠনকে বেআইনি ঘোষণা, ভারতকে তীব্র নিন্দা পাকিস্তানের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বড় হচ্ছে ডিজিটাল অর্থনীতি, ব্যয় বাড়ছে আইসিটি খাতে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

মাদ‌কের সা‌থে সম্পৃক্ততা পে‌লে দ‌লে কো‌নো স্থান নেই জ স্বপন

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ৫৫ বার পঠিত

মাদক এক‌টি সামাজিক ব‌্যা‌ধি, মাদক সব সর্বনা‌শের মূ‌ল, আমর দ‌লের কো‌নো নেতা ক‌র্মি য‌দি মাদ‌কের সা‌থে সম্পৃক্ত থা‌কেন, তার জন‌্য দ‌লে কো‌নো স্থান নেই ! তার বিরু‌দ্ধে ক‌ঠোর ব‌্যবস্থা নেয়া হ‌বে । যে সকল নেতা ক‌র্মিরা মাদক সেবন বি‌ক্রি বা মাদ‌কের সা‌থে নিম্নতম জ‌ড়িৎ থাক‌বেন তার বিএন‌পির রাজনী‌তি করার দরকার নেই! রাজনী‌তি‌কে গুড বাই জানান, য‌দি নি‌জেই গুডবাই না জানান ,তাহ‌লে রাজনী‌তি বা দলই ত‌কে গুডকাই জান‌বে ।

ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার নলচিড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত ক‌র্মি সভায় উপ‌রোক্ত কথা ব‌লে ব‌রিশাল ১ আস‌নের সা‌বেক সাংসদ বিএন‌পি চেয়ারপার্সনের উপ‌দেস্টা এম জ‌হির উদ্দিন স্বপন ।

গৌরনদী উপ‌জেলা বিএন‌পির আহবায়ক আলহাজ্ব সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনু‌ষ্ঠিত হয় ক‌র্মিসভার ভ

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব গৌরনদী কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান খান মুকুল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে গাজী আবু বকর সিদ্দিক, মোঃ জামাল উদ্দিন ফকির,শামীম খলিফা
সভা পরিচালনা করেন গৌরনদী কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসেন বাদল,সাবেক জিএস মোঃ ফুয়াদ হোসেন এনি ও ছাত্রদল গৌরনদী উপজেলার সদস্য সচিব মোঃ আল আমিন মোল্লা।

ট্যাগস :

মাদ‌কের সা‌থে সম্পৃক্ততা পে‌লে দ‌লে কো‌নো স্থান নেই জ স্বপন

আপডেট সময় : ০৯:০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

মাদক এক‌টি সামাজিক ব‌্যা‌ধি, মাদক সব সর্বনা‌শের মূ‌ল, আমর দ‌লের কো‌নো নেতা ক‌র্মি য‌দি মাদ‌কের সা‌থে সম্পৃক্ত থা‌কেন, তার জন‌্য দ‌লে কো‌নো স্থান নেই ! তার বিরু‌দ্ধে ক‌ঠোর ব‌্যবস্থা নেয়া হ‌বে । যে সকল নেতা ক‌র্মিরা মাদক সেবন বি‌ক্রি বা মাদ‌কের সা‌থে নিম্নতম জ‌ড়িৎ থাক‌বেন তার বিএন‌পির রাজনী‌তি করার দরকার নেই! রাজনী‌তি‌কে গুড বাই জানান, য‌দি নি‌জেই গুডবাই না জানান ,তাহ‌লে রাজনী‌তি বা দলই ত‌কে গুডকাই জান‌বে ।

ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার নলচিড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত ক‌র্মি সভায় উপ‌রোক্ত কথা ব‌লে ব‌রিশাল ১ আস‌নের সা‌বেক সাংসদ বিএন‌পি চেয়ারপার্সনের উপ‌দেস্টা এম জ‌হির উদ্দিন স্বপন ।

গৌরনদী উপ‌জেলা বিএন‌পির আহবায়ক আলহাজ্ব সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনু‌ষ্ঠিত হয় ক‌র্মিসভার ভ

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব গৌরনদী কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান খান মুকুল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে গাজী আবু বকর সিদ্দিক, মোঃ জামাল উদ্দিন ফকির,শামীম খলিফা
সভা পরিচালনা করেন গৌরনদী কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসেন বাদল,সাবেক জিএস মোঃ ফুয়াদ হোসেন এনি ও ছাত্রদল গৌরনদী উপজেলার সদস্য সচিব মোঃ আল আমিন মোল্লা।