ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মাদক সম্রাট হিরা মা‌ঝি গ্রেফতার

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৮ বার পঠিত

দ‌ক্ষিনব‌ঙ্গের মাদক সি‌ন্ডি‌কে‌টের মূল হোতা মাদক সম্রাট হিরা মা‌ঝি ফের গ্রেফতার ।

পু‌লিশ জানায়, ব‌রিশা‌লের গৌরনদীর কটকস্থল গ্রা‌মের ম‌জিবুর রহমান মা‌ঝি ওর‌ফে ইঙ্গুল মা‌ঝির ‌মেঝ ছে‌লে হিরা মা‌ঝি মাদক সম্রাট‌ হিসা‌বে স্বীকৃত। অ‌নেকবার ‌ডি‌বি র‌্যাব ও পু‌লি‌শের হা‌তে গ্রেফতার হ‌য়ে‌ছে। জা‌মি‌নে বের হ‌য়ে আবার সে মাদক ব‌্যবসায় জ‌ড়ি‌য়ে প‌ড়ে।

এছাড়া কটকস্থল মেসার্স আরিফ ফিলিং স্টেশন দখ‌লেরও চেস্টা, পা‌ম্পের মালিক মো: হারুন অর র‌শিদ‌কে ও তার মে‌য়ে প‌পিকে বা‌ড়ি‌তে গি‌য়ে ও মু‌ঠো‌ফো‌নে দুবার জীবন না‌শের হুম‌কি দি‌য়ে‌ছিল । যার জি‌ডি গৌরনদী মেডল থানায় করা হ‌য়ে‌ছে।

গত ২৫ জানুয়ারী শুক্রবার দুপু‌রে পাম্প দখলে নি‌তে শতা‌ধিক লোক নি‌য়ে জনতাবদ্ধ হ‌য়ে অ‌বৈধ প্রবেশ ক‌রে এবং দস‌্যু‌দের নি‌য়ে সারা দি‌নের তেল বি‌ক্রির ১১ লাক ৯০ হাজার টাকা লুট ক‌রে নি‌য়ে যায় ।

১নং আসামী হিরা মা‌ঝি,২নং আসামী হিরার বড় ভাই মা‌নিক মা‌ঝি (বর্তমা‌নে জে‌লে) ৩ নং আসামী হিরার জামাই সিফাত মা‌ঝি (বর্তমা‌নে জে‌লে) সহ ৮ জন নামধারী সহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী ক‌রে মামলা ২৬ জানুৃযারী গৌরনদী ম‌ডেল থানায় রুজু হয় । মামলা নং ২৮ । ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩৮০/৫০৬

কাল‌কি‌নি থানা সুত্র জানায়, হিরা মা‌ঝি এই অঞ্চ‌লে এসে আস্তানা গে‌ড়ে মাদক বি‌ক্রি ক‌রে আস‌ছিল । গোপন সংবা‌দের ভি‌ত্বী‌তে কাল‌কি‌নি ভুরঘাটা সড়‌কের ঘরামী বা‌ড়ির ব্রিজ এলাকা থে‌কে ৩১ জানুয়ারী রাত সা‌রে দশটায় এএসআই সো‌হেল রানা সঙ্গীয় ফোর্স সহ অ‌ভিযান চা‌লি‌য়ে হিরা মা‌ঝি‌কে ইয়াবাসহ গ্রেফতার করেন ।
আজ সকা‌লে মাদারীপুর জেলখানায় প্রেরন করা হয়।

এ সংবাদ ছ‌ড়ি‌য়ে পড়‌লে মাদক বি‌রোথী আন্দোল‌নের গৌরনদীর বার্থী ইউনিয়‌নের সভাপ‌তি ও চারঘাটা জা‌মে মস‌জি‌দের ইমাম মাওলানা আবু সা‌লেহ জানান, শীর্ষ মাদক সম্রাট হিরাকে গ্রেফতা‌রে গৌরনদীতে আনন্দ মি‌ছিল ও মি‌স্টি বিতরন করা হয় । আমরা মাদক বি‌রোধী আন্দোলন পু‌লিশ‌কে ধন‌্যবাদ জানাই, সু‌শিল সমা‌জের লোকজনও সাধুবাদ জানায় পু‌লিশ‌কে ।

ট্যাগস :

মাদক সম্রাট হিরা মা‌ঝি গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

দ‌ক্ষিনব‌ঙ্গের মাদক সি‌ন্ডি‌কে‌টের মূল হোতা মাদক সম্রাট হিরা মা‌ঝি ফের গ্রেফতার ।

পু‌লিশ জানায়, ব‌রিশা‌লের গৌরনদীর কটকস্থল গ্রা‌মের ম‌জিবুর রহমান মা‌ঝি ওর‌ফে ইঙ্গুল মা‌ঝির ‌মেঝ ছে‌লে হিরা মা‌ঝি মাদক সম্রাট‌ হিসা‌বে স্বীকৃত। অ‌নেকবার ‌ডি‌বি র‌্যাব ও পু‌লি‌শের হা‌তে গ্রেফতার হ‌য়ে‌ছে। জা‌মি‌নে বের হ‌য়ে আবার সে মাদক ব‌্যবসায় জ‌ড়ি‌য়ে প‌ড়ে।

এছাড়া কটকস্থল মেসার্স আরিফ ফিলিং স্টেশন দখ‌লেরও চেস্টা, পা‌ম্পের মালিক মো: হারুন অর র‌শিদ‌কে ও তার মে‌য়ে প‌পিকে বা‌ড়ি‌তে গি‌য়ে ও মু‌ঠো‌ফো‌নে দুবার জীবন না‌শের হুম‌কি দি‌য়ে‌ছিল । যার জি‌ডি গৌরনদী মেডল থানায় করা হ‌য়ে‌ছে।

গত ২৫ জানুয়ারী শুক্রবার দুপু‌রে পাম্প দখলে নি‌তে শতা‌ধিক লোক নি‌য়ে জনতাবদ্ধ হ‌য়ে অ‌বৈধ প্রবেশ ক‌রে এবং দস‌্যু‌দের নি‌য়ে সারা দি‌নের তেল বি‌ক্রির ১১ লাক ৯০ হাজার টাকা লুট ক‌রে নি‌য়ে যায় ।

১নং আসামী হিরা মা‌ঝি,২নং আসামী হিরার বড় ভাই মা‌নিক মা‌ঝি (বর্তমা‌নে জে‌লে) ৩ নং আসামী হিরার জামাই সিফাত মা‌ঝি (বর্তমা‌নে জে‌লে) সহ ৮ জন নামধারী সহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী ক‌রে মামলা ২৬ জানুৃযারী গৌরনদী ম‌ডেল থানায় রুজু হয় । মামলা নং ২৮ । ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩৮০/৫০৬

কাল‌কি‌নি থানা সুত্র জানায়, হিরা মা‌ঝি এই অঞ্চ‌লে এসে আস্তানা গে‌ড়ে মাদক বি‌ক্রি ক‌রে আস‌ছিল । গোপন সংবা‌দের ভি‌ত্বী‌তে কাল‌কি‌নি ভুরঘাটা সড়‌কের ঘরামী বা‌ড়ির ব্রিজ এলাকা থে‌কে ৩১ জানুয়ারী রাত সা‌রে দশটায় এএসআই সো‌হেল রানা সঙ্গীয় ফোর্স সহ অ‌ভিযান চা‌লি‌য়ে হিরা মা‌ঝি‌কে ইয়াবাসহ গ্রেফতার করেন ।
আজ সকা‌লে মাদারীপুর জেলখানায় প্রেরন করা হয়।

এ সংবাদ ছ‌ড়ি‌য়ে পড়‌লে মাদক বি‌রোথী আন্দোল‌নের গৌরনদীর বার্থী ইউনিয়‌নের সভাপ‌তি ও চারঘাটা জা‌মে মস‌জি‌দের ইমাম মাওলানা আবু সা‌লেহ জানান, শীর্ষ মাদক সম্রাট হিরাকে গ্রেফতা‌রে গৌরনদীতে আনন্দ মি‌ছিল ও মি‌স্টি বিতরন করা হয় । আমরা মাদক বি‌রোধী আন্দোলন পু‌লিশ‌কে ধন‌্যবাদ জানাই, সু‌শিল সমা‌জের লোকজনও সাধুবাদ জানায় পু‌লিশ‌কে ।