মাদারীপুরে আধিপত্য নিয়ে কিশোর গ্যাং”র দুইগ্রুপের সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ২০

- আপডেট সময় : ০৯:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৩৬ বার পঠিত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং-এর কিশোর গ্যাং-এর দুইগ্রুপের সংঘর্ষে ৬ পুলিশসহ আহত হয়েছে অন্তত ২০ জন। এই ঘটনায় আটক করা হয়েছে অন্তত ১০ জনকে। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি পুরাতন ট্রলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন।
মাদারীপুর শহরের কিশোর গ্যাং- এর অত্যাচার এখনও শেষ করা গেলো না। বিগত দিনে সবাই ক্ষমতাসীন দল কে দোষারোপ করেছেন এবং বলছেন ক্ষমতা যারা অধিষ্ঠিত তাদের ছত্রছায়ায় বিধায় কিশোর গ্যাং ধ্বংস করা সম্ভব হয় নাই। এখন কিন্তু তারা ক্ষমতায় নেই, তাহলে এখনো কেন মাদারীপুর শহরে কিশোর গ্যাং- এর আধিপত্য বজায় রয়েছে। তাহলে দোষ কাদের দিবেন আপনারা? মাদারীপুরবাসি কিশোর গ্যাং -এর অত্যাচার থেকে মুক্তি চায়।