মাদারীপুরে বিস্ফোরকদ্রব্য সহ-১২ মামলার আসামী সামচু সরদার গ্রেফতার
- আপডেট সময় : ১২:১৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১২৭ বার পঠিত
মাদারীপুরে র্যাব-৮ এর অভিযানে বিস্ফোরকদ্রব্য, মাদক,নারী ও শিশু নির্যাতন,ডাকাতিসহ প্রায় ১২টি মামলার এজহার ভুক্ত আসামি সামসু সরদার ওরফে কোপা সামচুকে গ্রেফতার করেছে র্যাব।
জানা যায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ৫.৩০ ঘটিকার সময় র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার সদর থানাধীন মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় অভিযান পরিচালনা করে বিস্ফোরকদ্রব্য, মাদক,নারী ও শিশু নির্যাতন,ডাকাতি,
সহ-১২টি মামলার এজহার ভুক্ত আসামী কোপা সামসু কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদারীপুর সদর থানার মামলা নং-১৯/৪৬৩-ধারা-৪/৫/১৯০৮. মামলায়, দীর্ঘদিন পলাতক থাকার পরে (১৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫.৩০ ঘটিকার সময় সদর উপজেলার বড় মেহের এলাকা থেকে-সামচু সরদার, ওরফে কোপা সামচুকে গ্রেফতার করে।
র্যাব-সূত্রে জানা যায় আসামীর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য সহ একাদিক মাদক মামলা, নারী ও শিশু নির্যাতন, ডাকাতি মামলা সহ প্রায় ১২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেন, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মৃত্যু খোরশেদ সরদারের ছেলে মোঃ শামসুর সরদার।
মামলার এজাহারে উল্লেখিত, আসামি সামসু সরদার সহ অজ্ঞাত আসামীরা গত (২৭ আগস্ট)২০২৪ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় মাদারীপুর সদর উপজেলাধীন মস্তফাপুর ইউনিয়নের বড় মেহেরপুর এলাকার-মৃত হাসেম ফকিরের ছেলে মোনাচ্ছেফ ফকিরের দোচালা টিনের ঘরে ডাকাতি ও নাশকতার উদ্দেশ্যে হাতবোমা (ককটেল) প্লাস্টিকের ব্যাগে মজুদ করে রেখে যায়।
পরে সেখানেই গত (৩০ আগস্ট) অনুমান ৮.৩০ ঘটিকার সময় বড় মেহের গ্রামের মোনাচ্ছেফ ফকির এর উক্ত ঘরে বিস্ফোরণ ঘটে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।