ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, ১ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ২৩ বার পঠিত

মাদারীপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ইকবাল বেপারী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ১০ জন ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দুটি বসতঘরে অগ্নিসংযোগ, ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

নিহত ইকবাল বেপারী চরমুগরিয়া এলাকার সোলেমান বেপারীর ছেলে। তিনি চরমুগরিয়া বাজারের কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরমুগরিয়া এলাকায় ইকবাল বেপারীর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জিহাদ হাওলাদার (১৬) নামে এক কিশোরের। এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় কিশোর জাহিদ হাওলাদারের নেতৃত্বে চরমুগরিয়া বাজারে আধিপত্য দেখাতে হামলা চালায়। এ সময় ইকবালের সমর্থকরা হামলা প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

বোমার আঘাতে ইকবালসহ গুরুতর আহত হন অন্তত ১১ জন। পরে ইকবালকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ইকবালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধের আইনি ব্যবস্থা নেওয়া।

ট্যাগস :

মাদারীপুরে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, ১ জন নিহত

আপডেট সময় : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

মাদারীপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ইকবাল বেপারী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ১০ জন ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দুটি বসতঘরে অগ্নিসংযোগ, ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

নিহত ইকবাল বেপারী চরমুগরিয়া এলাকার সোলেমান বেপারীর ছেলে। তিনি চরমুগরিয়া বাজারের কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরমুগরিয়া এলাকায় ইকবাল বেপারীর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জিহাদ হাওলাদার (১৬) নামে এক কিশোরের। এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় কিশোর জাহিদ হাওলাদারের নেতৃত্বে চরমুগরিয়া বাজারে আধিপত্য দেখাতে হামলা চালায়। এ সময় ইকবালের সমর্থকরা হামলা প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

বোমার আঘাতে ইকবালসহ গুরুতর আহত হন অন্তত ১১ জন। পরে ইকবালকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ইকবালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধের আইনি ব্যবস্থা নেওয়া।