সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ পূর্বাহ্ন

মাদারীপুর ৩ আস‌নে কে পা‌চ্ছেন ম‌নোনয়ন

এখনই সময় ডেস্ক / ৬১
আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৪:০৪ অপরাহ্ণ

ঘ‌নি‌য়ে আস‌ছে জাতীয় সংসদ নির্বাচন। যতই দিন যা‌চ্ছে ততই আ‌লোচনা সমা‌লোচনা আর হিসাব নিকাশ কষ‌ছেন জনগন। হো‌টেল রেস্তরায় চা‌য়ের কা‌পে ওঠ‌ছে ঝড়। নির্বাচনীয় ঝ‌ড়ে টাল মাটাল ও মুখ‌রোচক আ‌লোচনায় ভরপুর এলাকা,‌নিত্য নতুন চম‌ক, চমোকে চম‌কে যা‌চ্ছেন সাধারন ভোটাররা। আবার শংকার সুরও উ‌ঠে আস‌ছে ও‌পেন কথাবার্তায়। নির্বাচন আদৌ হ‌বে তো ? বিএন‌পি নির্বাচ‌নে আস‌বে কি না ? না‌কি পূ‌র্বের দু‌টি নির্বাচ‌নের মতই হ‌বে এবা‌রের নির্বাচন?

স‌রেজ‌মি‌নে জানা গে‌ছে: ডাসার কাল‌কি‌নি মাদারীপুর (আং‌শিক) এলাকা নি‌য়ে গ‌ঠিত মাদারীপুর ৩ আসন। ১৯৯১ সা‌ল থে‌কে ২০০৮ সাল পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হ‌য়ে‌ছি‌লেন বি‌শিষ্ট শিক্ষানুরাগী নম্র ভদ্র হিসা‌বে সুপরি‌চিত সৈয়দ আবুল হো‌সেন।
পদ্মা সেতুর দুর্নী‌তির মি‌থো অ‌ভি‌যো‌গে পদত্যা‌গ ক‌রেন তি‌নি।
জাতীয় সংসদ নির্বাচন (২০১৩) দল ম‌নোনয়ন দেয়া হয় আফম বাহাউ‌দ্দিন না‌সিম‌কে, এম‌পি হওয়ার প‌রে সৈয়দ আবুল হো‌সেন প‌ন্থি ত্যাগী নেতা ক‌র্মি‌দের অবমূল্যায়ন হামলা মামলা করার অ‌ভি‌যো‌গে তা‌কে বাদ দি‌য়ে নতুন মুখ হিসা‌বে(২০১৮)তে ম‌নোনয়ন দেয়া হয় আব্দুস সোবহান গোলাপ‌কে।

অ‌ভি‌যোগে জানা গে‌ছে, আব্দুস সোবহান গোলাপ, সংসদ সদস্য নির্বা‌চিত হওয়ার প‌রে সিমাহীন দুর্নী‌তি নেতা ক‌র্মি‌দের সা‌থে অসদাচরন জনগন থে‌কে বি‌চ্ছিন্নসহ বি‌ভিন্ন অ‌ভি‌যো‌গে এবা‌রে তার ম‌নোনয়ন না পাওয়ার সম্ভাবনাই বেশী।

এবার সবার ধারনা ছিল ও বাস্তবতাও ছিল আবারও ম‌নোনয়ন দি‌য়ে রাজনী‌তি‌তে স‌ক্রিয় করা হ‌বে সৈয়দ আবুল হো‌সেন‌কে। তার আক‌র্স্মিক মৃত্যু‌তে তা আর হ‌চ্ছে না !

বি‌দেশ থে‌কে এ‌সেই সদ্য প্রয়াত সৈয়দ আবুল হো‌সে‌নের বাসভব‌নে স্ত্রী ও সন্তান‌দের শোক ও সম‌বেদনা জানা‌তে যান মানবদরদী মমতাময়ী প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা। একার‌নে অ‌নে‌কেই এখন ধারনা কর‌ছেন হয়‌তো সৈয়দ আবুল হোসে‌নের হারা‌নো সম্মান ফি‌রি‌য়ে দি‌তে তার স্ত্রী খাজা না‌র্গিস হো‌সেন‌কেও দলীয় ম‌নোনয়ন দি‌তে পা‌রেন । ন‌চেৎ মরহুম সৈয়দ আবুল হো‌সে‌নের ছোট ভাই সৈয়দ আবুল হাসান‌কেও আওয়মালী দলীয় ম‌নোনয়ন দেয়া হ‌তে পা‌রে । এ‌নি‌য়ে গুঞ্জন চল‌ছে ডাসা‌রে । জা‌নি‌য়ে‌ছেন তারই নিকটাত্বীয় সৈয়দ কামরুজ্জামান (জামান) ।

অন্য‌দি‌কে ম‌নোনয়ন দৌ‌ড়ে আ‌ছেন কে‌ন্দ্রিয় নেতা মো আ‌নোয়ার হো‌সেন ও নিতাই চক্রবর্তী, মীর গোলা ফারুক, ম‌সিউর রহমান সবুজ।
এছাড়াও অ‌নে‌কের নাম শোনা গে‌লেও গোটা কাল‌কি‌নি মাদারীপু‌রে আ‌ল্চেনার কেন্দ্র‌বিন্দু‌তে নাম ছ‌ড়িয়ে প‌রে‌ছে এবা‌রে ম‌নোনয়ন পা‌চ্ছেন না‌সিম ।
আফম বাহাউ‌দ্দিন না‌সিম ই পা‌চ্ছেন এবা‌রের টি‌কেট,তা‌তে কো‌নো স‌ন্দেহ নেই ব‌লেই তার ঘ‌নিস্টজনরা মন্তব্য ক‌রে‌ছেন।

না‌সিমভক্ত ত্যাগী ছাত্র‌নেতা ইফ‌তেখার আলম রিশাদ জানান, আমার নেতা(বাহাউ‌দ্দিন না‌সিম) ই পা‌বেন মাদারীপুর ৩ আস‌নের ম‌নোনয়ন। সে ভা‌বেই প্রস্তুতি নি‌চ্ছি আমরা কাল‌কি‌নি ডাসা‌র ও মাদারীপু‌রের নেতাক‌র্মিরা।

‌টি এম তু‌হিন


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD