রিপোর্টঃ কায়কোবাদ শামীম। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পুরান বাজারে প্রতিষ্ঠিত তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় ১৫ বস্তা চাল বিতরন করা হয়েছে।
আর্তমানবতার সেবায় নিয়োজিত বিশিষ্ট সমাজসেবক সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারী প্রতিষ্ঠিত “শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন”র উদ্যোগে এসব চাল বিতরন করা হয়েছে। আজ(শুক্রবার) বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে উক্ত চাল পৌছে দেয় শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের পরিচালনা কমিটি।
এসময় উপস্থিত ছিলেন তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার পরিচালক মুফতি সাইফুল ইসলাম, আলাউদ্দিন সরদার, মাওলানা হুজাইফা মোল্লা, শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি.এম রাজিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিক বেপারী, সাধারন সম্পাদক সজিব খান, উপদেষ্টা হাফিজুল বেপারী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।