রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন

মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৪৫
আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ

মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে বগুড়া সদরের মালগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২ ও র‍্যাব-১২।

গ্রেপ্তার নাজমুল হুদা (৭২) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরামের বাসিন্দা এবং তিনি যুদ্ধকালীন জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য বলে জানা গেছে।

র‌্যাব জানায়, ২০১৭ সালে ২২ নভেম্বর নাজমুল হুদাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে, ২০১৪ সালের ২৪ অক্টোবর তিনিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার বাহিনীর সদস্য হিসেবে অপহরণ, খুন, নারী ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

নাজমুল হুদা রংপুর ও দিনাজপুর জেলায় দীর্ঘদিন পালিয়ে থাকার পর কিছুদিন আগে বগুড়ায় আসেন।

র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম বলেন, এক খবরে র‍্যাব সদস্যরা জানতে পারেন বগুড়া শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন নাজমুল হুদা। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ ও ২-এর যৌথ একটি টিমের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নাজমুল হুদাকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD