ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিকিটের জন্য হাহাকার, বাফুফের সামনে ভক্তদের ঝাড়ু মিছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি দ.কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং: এক বিতর্কিত উত্থানের গল্প ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবোঝাই ট্রাক খাদে পড়ে বিস্ফোরণ, পুরো এলাকায় আতঙ্ক পানির নিচে বিস্ফোরক রেখে কার্চ সেতুতে হামলা চালানোর দাবি ইউক্রেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কুমিল্লায় যানজটে ভোগান্তি ঢাকায় কোরবানির পশুর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি তুরস্কে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান, ২০ দিন ধরে ব্যাহত নাগরিক সেবা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ ১০ ব্যান্ডের নজরুল কনসার্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৪১ বার পঠিত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে দেশের ১০ ব্যান্ডের অংশগ্রহণে নজরুল কনসার্ট ২০২৫। ব্যান্ডগুলো হলো ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও উদ্দীপনামূলক গান নিয়ে তৈরি রক অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আয়োজন করা হয়েছে এই কনাসার্ট। নজরুলের গানগুলো তরুণদের মাঝে নতুন আঙ্গিকে উপস্থাপনের লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এতে একটি করে মোট ১০টি গান গেয়েছে এই ১০ ব্যান্ড।

অ্যালবামে জায়গা পেয়েছে নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’, ‘এই শিকল পরা ছল’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন বন্দী’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’ এবং ‘জয় হোক জয় হোক’ গানগুলো।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী জানান, কথা, সুর ও স্বরলিপি ঠিক রেখে তৈরি হয়েছে গানগুলো। রেকর্ডিংয়ের আগে প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীদের কাছে গ্রুমিং করেছে ব্যান্ডগুলো। নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে এসব গান।

নজরুল কনসার্ট ও অ্যালবাম নিয়ে এক ভিডিও বার্তায় আর্ক ব্যান্ডের ভোকাল হাসান বলেন, ‘২৪-এর গণ-আন্দোলন ও অভ্যুত্থানের পর কাজী নজরুল ইসলামকে সরকারিভাবে জাতীয় কবি হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে। কবির উদ্দীপনামূলক গানগুলো বর্তমান প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করার লক্ষ্যে অ্যালবাম প্রকাশ করা হচ্ছে। আমরা আর্ক ব্যান্ড এই উদ্যোগকে স্বাগত জানাই।

শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে কবি নজরুলের গান পারফর্ম করবে আর্ক ব্যান্ড। সবাইকে আমন্ত্রণ কনসার্টটি উপভোগ করার জন্য।’

সোলস ব্যান্ডের প্রধান ও ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানকে আমরা কয়েকটি ব্যান্ড ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। অ্যালবাম প্রকাশের পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ে সরাসরি গেয়ে শোনাব গানগুলো।’

শিরোনামহীন ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আন্দোলন-সংগ্রামে বরাবরই প্রেরণা জুগিয়েছে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান। সেই গানগুলো আরও আকর্ষণীয় করে উপস্থাপনের লক্ষ্যেই এই অ্যালবাম।’

আজ কনসার্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কনসার্টে অ্যালবামের ১০টি গান গাওয়ার পাশাপাশি নজরুলের আরও বেশ কয়েকটি উদ্দীপনামূলক গান পরিবেশন করবে ব্যান্ডগুলো। গানের পাশাপাশি থাকবে নজরুলের কবিতা আবৃত্তি থেকে শুরু করে আরও বেশ কিছু আয়োজন। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

ট্যাগস :

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ ১০ ব্যান্ডের নজরুল কনসার্ট

আপডেট সময় : ১০:৩৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে দেশের ১০ ব্যান্ডের অংশগ্রহণে নজরুল কনসার্ট ২০২৫। ব্যান্ডগুলো হলো ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও উদ্দীপনামূলক গান নিয়ে তৈরি রক অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আয়োজন করা হয়েছে এই কনাসার্ট। নজরুলের গানগুলো তরুণদের মাঝে নতুন আঙ্গিকে উপস্থাপনের লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এতে একটি করে মোট ১০টি গান গেয়েছে এই ১০ ব্যান্ড।

অ্যালবামে জায়গা পেয়েছে নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’, ‘এই শিকল পরা ছল’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন বন্দী’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’ এবং ‘জয় হোক জয় হোক’ গানগুলো।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী জানান, কথা, সুর ও স্বরলিপি ঠিক রেখে তৈরি হয়েছে গানগুলো। রেকর্ডিংয়ের আগে প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীদের কাছে গ্রুমিং করেছে ব্যান্ডগুলো। নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে এসব গান।

নজরুল কনসার্ট ও অ্যালবাম নিয়ে এক ভিডিও বার্তায় আর্ক ব্যান্ডের ভোকাল হাসান বলেন, ‘২৪-এর গণ-আন্দোলন ও অভ্যুত্থানের পর কাজী নজরুল ইসলামকে সরকারিভাবে জাতীয় কবি হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে। কবির উদ্দীপনামূলক গানগুলো বর্তমান প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করার লক্ষ্যে অ্যালবাম প্রকাশ করা হচ্ছে। আমরা আর্ক ব্যান্ড এই উদ্যোগকে স্বাগত জানাই।

শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে কবি নজরুলের গান পারফর্ম করবে আর্ক ব্যান্ড। সবাইকে আমন্ত্রণ কনসার্টটি উপভোগ করার জন্য।’

সোলস ব্যান্ডের প্রধান ও ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানকে আমরা কয়েকটি ব্যান্ড ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। অ্যালবাম প্রকাশের পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ে সরাসরি গেয়ে শোনাব গানগুলো।’

শিরোনামহীন ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আন্দোলন-সংগ্রামে বরাবরই প্রেরণা জুগিয়েছে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান। সেই গানগুলো আরও আকর্ষণীয় করে উপস্থাপনের লক্ষ্যেই এই অ্যালবাম।’

আজ কনসার্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কনসার্টে অ্যালবামের ১০টি গান গাওয়ার পাশাপাশি নজরুলের আরও বেশ কয়েকটি উদ্দীপনামূলক গান পরিবেশন করবে ব্যান্ডগুলো। গানের পাশাপাশি থাকবে নজরুলের কবিতা আবৃত্তি থেকে শুরু করে আরও বেশ কিছু আয়োজন। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।