ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মার্কিন জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের, প্রত্যাখান ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১৪ বার পঠিত

গাজায় যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে আলোচনা শুরু হলে আমেরিকান-ইসরাইলি দ্বৈত নাগরিককে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে প্রস্তাবটি প্রত্যাখান করেছে ইসরাইল। 

হামাস জানিয়েছে, তারা নিউ জার্সির বাসিন্দা ২১ বছর বয়সি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তিনি ইসরাইলি সেনবাহিনীর একজন সৈনিক।

তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাবকে ‘কারচুপি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছে।

তার কার্যালয় আরও বলেছে, যদিও ইসরাইল উইটকফের প্রস্তাব গ্রহণ করেছে।  কিন্তু হামাস এটির অস্বীকৃতিতে অটল এবং এক মিলিমিটারও পিছপা হয়নি।

এতে বলা হয়েছে, তিনি আগামীকাল রাতে তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অস্থায়ী মেয়াদ গত ২ মার্চ শেষ হওয়ার পর থেকে ইসরাইল গাজার সীমান্ত বন্ধ করে দিয়েছে।  সব মানবিক সাহায্য প্রবেশ নিষিদ্ধ করেছে এবং উপত্যকাটির একমাত্র ডিস্যালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।

ইসরাইল বলছে, তারা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অস্থায়ী মেয়াদ বাড়াতে চায়, এই প্রস্তাবটি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সমর্থনে তৈরি। তবে হামাস বলছে, তারা কেবল দ্বিতীয় পর্যায়ের অধীনে বন্দিদের মুক্তি পুনরায় শুরু করবে।

চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের উইটকফ বলেছিলেন, আলেকজান্ডারের মুক্তি ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ পাবে। মার্কিন জিম্মি-বিষয়ক দূত অ্যাডাম বোহলার আলেকজান্ডারের মুক্তির জন্য হামাস নেতাদের সঙ্গে দেখা করেছেন।

ট্যাগস :

মার্কিন জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের, প্রত্যাখান ইসরাইলের

আপডেট সময় : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

গাজায় যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে আলোচনা শুরু হলে আমেরিকান-ইসরাইলি দ্বৈত নাগরিককে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে প্রস্তাবটি প্রত্যাখান করেছে ইসরাইল। 

হামাস জানিয়েছে, তারা নিউ জার্সির বাসিন্দা ২১ বছর বয়সি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তিনি ইসরাইলি সেনবাহিনীর একজন সৈনিক।

তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাবকে ‘কারচুপি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছে।

তার কার্যালয় আরও বলেছে, যদিও ইসরাইল উইটকফের প্রস্তাব গ্রহণ করেছে।  কিন্তু হামাস এটির অস্বীকৃতিতে অটল এবং এক মিলিমিটারও পিছপা হয়নি।

এতে বলা হয়েছে, তিনি আগামীকাল রাতে তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অস্থায়ী মেয়াদ গত ২ মার্চ শেষ হওয়ার পর থেকে ইসরাইল গাজার সীমান্ত বন্ধ করে দিয়েছে।  সব মানবিক সাহায্য প্রবেশ নিষিদ্ধ করেছে এবং উপত্যকাটির একমাত্র ডিস্যালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।

ইসরাইল বলছে, তারা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অস্থায়ী মেয়াদ বাড়াতে চায়, এই প্রস্তাবটি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সমর্থনে তৈরি। তবে হামাস বলছে, তারা কেবল দ্বিতীয় পর্যায়ের অধীনে বন্দিদের মুক্তি পুনরায় শুরু করবে।

চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের উইটকফ বলেছিলেন, আলেকজান্ডারের মুক্তি ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ পাবে। মার্কিন জিম্মি-বিষয়ক দূত অ্যাডাম বোহলার আলেকজান্ডারের মুক্তির জন্য হামাস নেতাদের সঙ্গে দেখা করেছেন।