মার্কিন হুঁশিয়ারি ‘পাত্তা দিলো’ না উত্তর কোরিয়া
- আপডেট সময় : ০১:২১:১০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৭ বার পঠিত
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়া রাশিয়ায় অন্তত ১০ হাজার সেনা পাঠিয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। এনিয়ে কড়া হুঁশিয়ার বার্তা দেয় যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এমন বার্তাকে আমলে নিলো না উত্তর কোরিয়া।
মস্কোতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী চো সন হুই বলেছেন, ইউক্রেনে জয় অর্জন না করা পর্যন্ত রাশিয়ার পাশে থাকবে উত্তর কোরিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন চো। সেখানে তিনি অভিযোগ করেছেন, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে।
গতকাল বৈঠকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চো বলেন, আমাদের ঐতিহ্যবাহী, ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা ইতিহাসের পরীক্ষিত পথে যাত্রা করেছে, আজ…অদম্য সামরিক কমরেডশিপের সম্পর্কের একটি নতুন স্তরে উঠছে। এই সম্পর্কে পেছনে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবদানের প্রশংসা করেছেন।
চো বলেন, পুতিনের বিচক্ষণ নেতৃত্বে রাশিয়ান বাহিনী এবং জনগণ রাষ্ট্রের সার্বভৌম অধিকার ও নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য তাদের পবিত্র সংগ্রামে একটি মহান বিজয় অর্জন করবে। এবং আমরা নিশ্চিত করতে চাই যে বিজয়ের দিন পর্যন্ত আমরা দৃঢ়ভাবে আমাদের রাশিয়ান কমরেডদের পাশে থাকবো।
অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে কথা উল্লেখ করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, অন্তত ৮ হাজার উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থা করছে। তবে ব্লিনকেনের এমন মন্তব্য নিয়ে রাশিয়া সরাসরি প্রত্যাখ্যান করেনি।