মা বাবারাই সন্তানের জীবিত হত্যাকারি
- আপডেট সময় : ০২:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পঠিত
আপনার সন্তান কিশোর গ্যাং, মাদক সেবনকারি, কথায় কথায় সিনিয়র নাগরিকদের অপমান লাঞ্চিত করে, হুমকি দেয় ,মারধর করে, সেচরা চোর হয়েছে আপনি জানেন ?
বিগত দিনের দেখা :
আপনার কস্টের টাকায় আপনার স্ত্রী ছেলেকে বাইক কিনে দিয়েছে, আর সন্তান পড়া লেখা না করে কোনো নেতার সাথে চলাচল করা শুরু করলো, নেতার কথায় চলে, মানুষদের সাথে অন্যায় করে !
নেতার সামনে পিছনে মহড়া দেয়, রাত জেগে নেতাকে পাহারা দেয়, কারও জমি দখল করতে যায় অন্যদের সাথে দল বেধে, নেশা ধরেছে,নিজেও খায় বিক্রিও
এসব দেখেও আপনি মনে করেন আপনার ছেলে মস্তবড় নেতা হয়েছে ?
প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানের বিষয়ে খোজ খবর নিন,আপনার সন্তান কোথায় যায়,কি করে,কাদের সাথে মিশে ? যদি বাবা মা হন তবে আপনার সন্তানকে মানুষ করার দায়িত্বও আপনার।
এসব দেখে শুনেও যেসব পিতা মাতা সন্তানকে ফিরালেন না, সে সব মাতা পিতারা তার সন্তানকে কি জীবিত হত্যা করলেন না?
অতিত থেকে শিক্ষা নেয়া জরুরী, নচেৎ কড়া মূল্য দিতে হবে এসবের পৃষ্টপোষক, অভিভাবকদের, অপরাধী লালন পালনকারিদের ও পিতা মাতাদের।