ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‌মিথ্যা মামলায় জা‌মিন পে‌লেন সেই ব্যবসায়ী রুহুল শিকদার

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২১৭ বার পঠিত

ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার ঐ‌তিহ্যবাহী টরকী বন্দ‌রের বি‌শিষ্ট ব্যবসায়ী ভাই ভাই অ‌য়েল মিলের মা‌লিক আলহাজ্ব রুহুল আ‌মিন শিকদার ও তার দুই ভাই ভুষা মাল পাইকা‌রি ব্যবসায়ী রাবুল শিকদার বাবুল শিকদার ‌গৌরনদী পৌরসভার সা‌বেক কাউ‌ন্সিলর (১ নং ওয়ার্ড) খোকন শিকদার সহ ৮ জনকে ব‌রিশাল জেলার ম্যা‌জি‌স্টেট কোর্ট আদাল‌তের বিজ্ঞ বিচারক মাহফুজ আলম শুনা‌নি শে‌ষে জা‌মিন মঞ্জুর ক‌রে‌ছেন ।

রুহুল আ‌মিন শিকদার জানান,আ‌মি টরকী বন্দ‌রের একজন প্র‌তি‌ষ্ঠিত ব্যবসায়ী ভাই ভাই অ‌য়েল মি‌লের মা‌লিক, সু না‌মের স‌হিত দির্ঘ বছর ব্যবসা ক‌রে আস‌ছি আ‌মি কো‌নো রাজনী‌তির সা‌থে জ‌ড়িৎ নই । তারপ‌রেও ৫ আগস্ট পট প‌রিবর্ত‌নের প‌রে টরকীর বিএন‌পি নেতা সাহাবুব শরীফ আমার কা‌ছে ৭ আগস্ট তিন লক্ষ টাকা দা‌বি ক‌রেন । সাহাবুব শরীফ‌কে টাকা দি‌তে অ‌স্বিকার করায় আমা‌কে ও আমার ভাই‌দের‌কে হিংসা প্র‌তি হিংসা পরায়ন হ‌য়ে মিথ্যা চাদবা‌জি ও মারধ‌রের অ‌ভি‌যোগ এ‌নে মিথ্যা মামলা মামলা ক‌রেন গৌরনদী ম‌ডেল থানায় । মামলা নাম্বার ১১/ ২৪, ১১/১০/২০২৪ ।

এ মিথ্যা মামলা দা‌য়ে‌র করায় টরকীর ব্যবসায়ীরা এর নিন্দা ও প্র‌তিবাদ জানান এবং আমার পা‌শে ছি‌লেন সব সময় ।

রুহুল শিকদার আরও জানান , আ‌মি ও আমার ভাইরা জা‌মি‌নে আসার প‌রে বা‌দি বিএন‌পি নেতা ও টরকী বন্দ‌রের ব‌নিক স‌মি‌তির সভাপ‌তি শরীফ হুম‌কি ধাম‌কি ধাম‌কি দি‌তে‌ছেন । আমার কা‌ছে তিন লক্ষ টাকা চাদা চাওয়ার বিষয়‌টি অ‌নেক‌কে জানি‌য়ে‌ছি,

ট্যাগস :

‌মিথ্যা মামলায় জা‌মিন পে‌লেন সেই ব্যবসায়ী রুহুল শিকদার

আপডেট সময় : ০৯:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার ঐ‌তিহ্যবাহী টরকী বন্দ‌রের বি‌শিষ্ট ব্যবসায়ী ভাই ভাই অ‌য়েল মিলের মা‌লিক আলহাজ্ব রুহুল আ‌মিন শিকদার ও তার দুই ভাই ভুষা মাল পাইকা‌রি ব্যবসায়ী রাবুল শিকদার বাবুল শিকদার ‌গৌরনদী পৌরসভার সা‌বেক কাউ‌ন্সিলর (১ নং ওয়ার্ড) খোকন শিকদার সহ ৮ জনকে ব‌রিশাল জেলার ম্যা‌জি‌স্টেট কোর্ট আদাল‌তের বিজ্ঞ বিচারক মাহফুজ আলম শুনা‌নি শে‌ষে জা‌মিন মঞ্জুর ক‌রে‌ছেন ।

রুহুল আ‌মিন শিকদার জানান,আ‌মি টরকী বন্দ‌রের একজন প্র‌তি‌ষ্ঠিত ব্যবসায়ী ভাই ভাই অ‌য়েল মি‌লের মা‌লিক, সু না‌মের স‌হিত দির্ঘ বছর ব্যবসা ক‌রে আস‌ছি আ‌মি কো‌নো রাজনী‌তির সা‌থে জ‌ড়িৎ নই । তারপ‌রেও ৫ আগস্ট পট প‌রিবর্ত‌নের প‌রে টরকীর বিএন‌পি নেতা সাহাবুব শরীফ আমার কা‌ছে ৭ আগস্ট তিন লক্ষ টাকা দা‌বি ক‌রেন । সাহাবুব শরীফ‌কে টাকা দি‌তে অ‌স্বিকার করায় আমা‌কে ও আমার ভাই‌দের‌কে হিংসা প্র‌তি হিংসা পরায়ন হ‌য়ে মিথ্যা চাদবা‌জি ও মারধ‌রের অ‌ভি‌যোগ এ‌নে মিথ্যা মামলা মামলা ক‌রেন গৌরনদী ম‌ডেল থানায় । মামলা নাম্বার ১১/ ২৪, ১১/১০/২০২৪ ।

এ মিথ্যা মামলা দা‌য়ে‌র করায় টরকীর ব্যবসায়ীরা এর নিন্দা ও প্র‌তিবাদ জানান এবং আমার পা‌শে ছি‌লেন সব সময় ।

রুহুল শিকদার আরও জানান , আ‌মি ও আমার ভাইরা জা‌মি‌নে আসার প‌রে বা‌দি বিএন‌পি নেতা ও টরকী বন্দ‌রের ব‌নিক স‌মি‌তির সভাপ‌তি শরীফ হুম‌কি ধাম‌কি ধাম‌কি দি‌তে‌ছেন । আমার কা‌ছে তিন লক্ষ টাকা চাদা চাওয়ার বিষয়‌টি অ‌নেক‌কে জানি‌য়ে‌ছি,