ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মিথ‌্যা মামলা ও হামলায় গুরতর অসুস্থ‌্য আবুল শিকদার মারা গে‌ছে

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৯৯ বার পঠিত

গৌরনদী উপ‌জেলা ছাত্রদল নেতা কাইফি শিকদার তার ফেসবু‌কে পে‌ইজে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে নি‌য়ে এক‌টি পো‌স্ট করেন। ওই পো‌স্টের কার‌নে গৌরনদীর সা‌বেক পৌর মেয়র ও আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক হা‌রিছুর রহমান ও আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগ ক‌্যাডাররা ক্ষিপ্ত হন এবং হা‌রি‌ছের নি‌র্দেশে কাইফিকে না পে‌য়ে তার বাবা আবুল শিকদা‌রের ওপড় হামলা চালা‌নো হয়। এরপ‌রে থানায় ধ‌রে নি‌য়ে মামলা রুজু ক‌রে আদাল‌তে চালান দেন ও‌সি আফজাল হো‌সেন । আবুল শিকদার মার খে‌য়ে গুরতর অসুস্থ‌্য হ‌য়ে প‌ড়েন। দির্ঘ সাত মাস কারা‌ভোগ ক‌রেন।

জা‌মি‌নে বের হ‌য়ে আর সুস্থ‌্য জীব‌নে ফের‌তে পা‌রেন নি! ভুগ‌তে ভুগ‌তে আজ তি‌নি শেষ নি:শ্বাস ত‌্যাগ ক‌রেন

ব‌রিশা‌লের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও গৌরনদী ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আবুল হোসেন সিকদার ইন্তেকাল করেন ইন্না লিল্লাহে………..রাজেউন।
আবুল সিকদার সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক কাইফি শিকদারের বাবা।

আবুল শিকদা‌রের মৃত‌্যু‌তে গভীর শোক জা‌নি‌য়ে‌ছেন সা‌বেক সংসদ সদস‌্য এমজ‌হির উদ্দিন স্বপন, গৌরনদী উপ‌জেলা বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ।

ট্যাগস :

মিথ‌্যা মামলা ও হামলায় গুরতর অসুস্থ‌্য আবুল শিকদার মারা গে‌ছে

আপডেট সময় : ০৫:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

গৌরনদী উপ‌জেলা ছাত্রদল নেতা কাইফি শিকদার তার ফেসবু‌কে পে‌ইজে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে নি‌য়ে এক‌টি পো‌স্ট করেন। ওই পো‌স্টের কার‌নে গৌরনদীর সা‌বেক পৌর মেয়র ও আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক হা‌রিছুর রহমান ও আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগ ক‌্যাডাররা ক্ষিপ্ত হন এবং হা‌রি‌ছের নি‌র্দেশে কাইফিকে না পে‌য়ে তার বাবা আবুল শিকদা‌রের ওপড় হামলা চালা‌নো হয়। এরপ‌রে থানায় ধ‌রে নি‌য়ে মামলা রুজু ক‌রে আদাল‌তে চালান দেন ও‌সি আফজাল হো‌সেন । আবুল শিকদার মার খে‌য়ে গুরতর অসুস্থ‌্য হ‌য়ে প‌ড়েন। দির্ঘ সাত মাস কারা‌ভোগ ক‌রেন।

জা‌মি‌নে বের হ‌য়ে আর সুস্থ‌্য জীব‌নে ফের‌তে পা‌রেন নি! ভুগ‌তে ভুগ‌তে আজ তি‌নি শেষ নি:শ্বাস ত‌্যাগ ক‌রেন

ব‌রিশা‌লের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও গৌরনদী ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আবুল হোসেন সিকদার ইন্তেকাল করেন ইন্না লিল্লাহে………..রাজেউন।
আবুল সিকদার সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক কাইফি শিকদারের বাবা।

আবুল শিকদা‌রের মৃত‌্যু‌তে গভীর শোক জা‌নি‌য়ে‌ছেন সা‌বেক সংসদ সদস‌্য এমজ‌হির উদ্দিন স্বপন, গৌরনদী উপ‌জেলা বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ।