ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনা নদী থেকে ২ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২৩ বার পঠিত

ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে মো. বেলাল হোসেনের (২৫) ও আলাউদ্দিনের (৩০) নামে দুই জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার উত্তর সাকুচিয় ইউনিয়নের মাস্টার হাট পশ্চিম পাশের মেঘনা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়।

পরে রোববার দুপুর ১২টায় ১ নম্বর মনপুরা ইউনিয়নের কাউয়ার টেকের পূর্ব পাশের মেঘনা নদী থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন- তজুমুদ্দিন উপজেলার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের মো. বেলাল হোসেন এবং মনপুরার হাজীর হাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনার চর গ্রামের আলাউদ্দিন।

স্থানীয়রা লাশ দুইটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মনপুরা থানা পুলিশ লাশ দুইটি উদ্ধার করে নিয়ে আসে। পরে আত্মীয়স্বজনরা মনপুরা থানায় এসে লাশ দুইটি শনাক্ত করে নিয়ে যায়।

লাশ দুইটি গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) আকস্মিক ঘূর্ণিঝড়ে ডুবে যাওয়া মাছধরা ট্রলারে থাকা জেলেদের বলে জানিয়েছে তাদের পরিবার।

মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, লাশ দুইটি তাদের পরিবারের লোকজন শনাক্ত করেছে। কোনো প্রকার আপত্তি না থাকায় লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মনপুরা থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস :

মেঘনা নদী থেকে ২ জেলের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে মো. বেলাল হোসেনের (২৫) ও আলাউদ্দিনের (৩০) নামে দুই জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার উত্তর সাকুচিয় ইউনিয়নের মাস্টার হাট পশ্চিম পাশের মেঘনা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়।

পরে রোববার দুপুর ১২টায় ১ নম্বর মনপুরা ইউনিয়নের কাউয়ার টেকের পূর্ব পাশের মেঘনা নদী থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন- তজুমুদ্দিন উপজেলার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের মো. বেলাল হোসেন এবং মনপুরার হাজীর হাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনার চর গ্রামের আলাউদ্দিন।

স্থানীয়রা লাশ দুইটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মনপুরা থানা পুলিশ লাশ দুইটি উদ্ধার করে নিয়ে আসে। পরে আত্মীয়স্বজনরা মনপুরা থানায় এসে লাশ দুইটি শনাক্ত করে নিয়ে যায়।

লাশ দুইটি গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) আকস্মিক ঘূর্ণিঝড়ে ডুবে যাওয়া মাছধরা ট্রলারে থাকা জেলেদের বলে জানিয়েছে তাদের পরিবার।

মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, লাশ দুইটি তাদের পরিবারের লোকজন শনাক্ত করেছে। কোনো প্রকার আপত্তি না থাকায় লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মনপুরা থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।