সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন

যুগান্তর সম্পাদক সাইফুল আল‌মের জম্ম বা‌র্ষিকী পালন

এখনই সময় ডেস্ক / ৩১
আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৮:০০ অপরাহ্ণ

অ‌নেক সাংবা‌দি‌কের সাংবাদিকতা জীবনের অন্যতম অভিভাবক সাইফুল আলম। যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি। দেড় ,দু তিন দশকের বেশি সময় সাইফুল আল‌মের স‌ঙ্গে কাজ করছেন

দিনের বেশিরভাগ সময় তার সঙ্গে কাটান। পরিবারের সঙ্গেও এত সময় কাটান না। তিনি সকল‌কে স্নেহ, ভালবাসা, ছায়া দিয়ে রাখেন। তাঁর কাছ থেকে প্রতিদিন সাংবাদিকতা, মনুষত্ব, উদারতা, মানুষকে আপন করে রাখার মতো বহু গুনাবলী শিখছে। আরো বহুদিন তার কাছ থেকে শিখ‌বে। তার সান্নিধ্যে থাকতে চাই‌বে।

আজ সাইফুআল‌মের জন্মদিন। এ উপলক্ষে যুগান্তরে সহকর্মিরা কেক কেটে উদযাপন করেছেন।

এখনই সময় প‌রিবার শুভ জম্ম‌দি‌নে শুভ কামনা ক‌রে‌ছে

ঢাকা; ১ নভেম্বর ২০২৩


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD