ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির পুরো কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ২২ বার পঠিত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক পাঁচ দিন আগে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি দিতে চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এই চুক্তির পুরো কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে লিখেছেন, মধ্যপ্রাচ্যে জিম্মিদের জন্য আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। জিম্মিরা শিগগিরই মুক্তি পাবে। ধন্যবাদ। আরেক পোস্টে ট্রাম্প এই চুক্তির পুরো কৃতিত্ব দাবি করেছেন।

ট্রাম্প লিখেছেন, নভেম্বরে ঐতিহাসিক জয়ের কারণে এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।

 গাজায় ১৫ মাসের যুদ্ধের অবসান ঘটাতে হামাস এবং ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।

দীর্ঘ কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল, যার অন্যতম মধ্যস্থতাকারী ছিল কাতার।

 কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হামাস এবং ইসরায়েলের মধ্যস্থতাকারীদের মধ্যে পৃথক বৈঠকের পর উভয় পক্ষ গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তিতে সম্মত হয়েছে”।

যুদ্ধবিরতির খবর জানার পর গাজায় ফিলিস্তিনিদের অনেককে রাস্তায় উল্লাস করতে দেখা গেছে।

 আগামী ১৯ নভেম্বর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ে হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে।

প্রতিজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরপর থেকে গাজায় ইসরায়েল ব্যাপক হামলা চালানো শুরু করে। এসব হামলায় গত ১৫ মাসে ৪৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

ট্যাগস :

যুদ্ধবিরতির পুরো কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প

আপডেট সময় : ১০:১৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক পাঁচ দিন আগে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি দিতে চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এই চুক্তির পুরো কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে লিখেছেন, মধ্যপ্রাচ্যে জিম্মিদের জন্য আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। জিম্মিরা শিগগিরই মুক্তি পাবে। ধন্যবাদ। আরেক পোস্টে ট্রাম্প এই চুক্তির পুরো কৃতিত্ব দাবি করেছেন।

ট্রাম্প লিখেছেন, নভেম্বরে ঐতিহাসিক জয়ের কারণে এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।

 গাজায় ১৫ মাসের যুদ্ধের অবসান ঘটাতে হামাস এবং ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।

দীর্ঘ কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল, যার অন্যতম মধ্যস্থতাকারী ছিল কাতার।

 কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হামাস এবং ইসরায়েলের মধ্যস্থতাকারীদের মধ্যে পৃথক বৈঠকের পর উভয় পক্ষ গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তিতে সম্মত হয়েছে”।

যুদ্ধবিরতির খবর জানার পর গাজায় ফিলিস্তিনিদের অনেককে রাস্তায় উল্লাস করতে দেখা গেছে।

 আগামী ১৯ নভেম্বর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ে হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে।

প্রতিজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরপর থেকে গাজায় ইসরায়েল ব্যাপক হামলা চালানো শুরু করে। এসব হামলায় গত ১৫ মাসে ৪৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।