বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন

যেকোনো সময় বাখমুত ছাড়বেন ইউক্রেনীয় সেনারা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক / ১৪
আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ণ

ইউক্রেনীয় সেনারা দোনবাসের বাখমুতে থাকা বেসামরিক নাগরিকরা অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি ইঙ্গিত করছে, ইউক্রেনের সেনারা বাখমুত ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার হামলায় বিধ্বস্ত বাখমুত থেকে সরে যেতে বেগ পেতে হচ্ছে বেসামরিক নাগরিকদের। শনিবার শহরটি ছেড়ে পালানোর সময় এক নারী রুশ বাহিনীর গোলার আঘাতে মারাত্মক আহত হন। তিনি ইউক্রেনীয় সেনাদের তৈরি একটি অস্থায়ী ব্রিজ পার হওয়ার সময় তার ওপর গোলা আঘাত হানে। পরবর্তীতে তার মৃত্যু হয়।

নাম গোপন রাখার শর্তে ইউক্রেনীয় সেনাবাহিনীর একজন প্রতিনিধি বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, বর্তমানে সেখানকার পরিস্থিতি খুবই খারাপ। যেসব বেসামরিক নাগরিক গাড়িতে করে বাখমুত ছাড়ার চেষ্টা করছেন তাদের জন্য সেটি প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বেসামরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, আপাতত গাড়ির বদলে যেন পায়ে হেঁটে শহরটি ছাড়েন তারা।

দীর্ঘ আট মাস ধরে বাখমুতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনাবাহিনী। তাদের সঙ্গে যোগ দিয়েছে ভাড়াটে সেনবাহিনী ওয়াগনার গ্রুপ। তীব্র হামলা চালিয়ে অল্প অল্প করে শহরটির দিকে এগিয়ে আসছিল তারা। বর্তমানে রুশ বাহিনী বাখমুতের কাছে রয়েছে। কিছু কিছু জায়গায় অবশ্য ওয়াগনারের সেনারা ঢুকে পড়েছেন।

ইউক্রেন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাখমুত ছাড়ার কথা না বললেও, ধারণা করা হচ্ছে যে কোনো সময় এ ঘোষণা আসবে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD