গাজার সিভিল ডিফেন্স সংস্থার মাধ্যমে জানা যায়, রবিবার (১ জুন) ভোরে রাফাহতে খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েলি গুলিতে ৩১ জন নিহত হন। তাদের মধ্যে ছিলেন হোসাম ওয়াফিও।
সংবাদ শিরোনাম :
রাফাহতে রুটির খোঁজে গিয়ে প্রাণ গেল ছয় সন্তানের বাবার

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১২:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২৮ বার পঠিত
ইসরায়েলি কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত সংস্থা গাজা হিউম্যানেটেরিয়ান ফাউন্ডেশন, যারা বিতরণকেন্দ্র পরিচালনা করে, দাবি করেছে এমন কোনো হামলা ঘটেনি। সেনাবাহিনী বলেছে, ভোরের আগে রাফাহ বিতরণকেন্দ্র থেকে এক কিলোমিটার দূরে তারা ‘সতর্কতামূলক গুলি’ ছুড়েছিল মাত্র।
জাতিসংঘ বলছে, গাজা উপত্যকার পুরো জনসংখ্যা এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে। এটি একটি মৌলিক মানবিক অধিকার লঙ্ঘনের উদাহরণ, যা ইসরায়েলি সামরিক কৌশলেরই অংশ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। সম্প্রতি জাতিসংঘের মানবিক সংস্থা (ওএইচসিএ) মধ্য গাজার নেটজারিম করিডরে একটি বিতরণকেন্দ্রের ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় বিশাল জনতা একটি করিডরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। কেউ কেউ চিৎকার করছে, আবার কেউ অভিযোগ করছে- খাবারের প্যাকেট চুরি গেছে।