সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন

রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক / ১৮
আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ণ

রাশিয়ার অভ্যন্তরে হামলা চালালে ইউক্রেন সঙ্গীহীন হবে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এটা জানিয়েছেন। তবে এরপরও রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির ছয়টি অঞ্চলে গতকাল বুধবার ড্রোন হামলা চালানো হয়। রাশিয়া এই হামলার প্রতিক্রিয়ায় বলেছে, এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই হামলা শুরুর পর পাল্টা পদক্ষেপ হিসেবে এত বড় হামলা চালায়নি ইউক্রেন। গতকালের এই হামলার কারণে বিভিন্ন এলাকায় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক এলাকায় ফ্লাইট দেরিতে ছেড়েছে।

গতকাল যেসব এলাকায় হামলা চালানো হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে রাজধানী মস্কো, অরিয়ল, রিয়াজান, ব্রিয়ানস্ক, কালুগা ও পসকভ। এসব এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর জানায়নি রাশিয়া। গতকাল সকালে মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন বলেন, সেখানকার রুজা এলাকা লক্ষ্য করে ছোড়া ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে ঠেকিয়ে দেওয়া হয়েছে। এই হামলার পর চারটি বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD