ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রেনু হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন 

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৯২ বার পঠিত

ক‌রোনাকা‌লীন সম‌য়ে সন্তান‌কে স্কু‌লের ভ‌তিূর জন্য বাড্ডা স্কু‌লের সাম‌নে গে‌লে স্থানীয় বিপদগামী কিছু মানুষ ছে‌লে ধরা স‌ন্দে‌হে রেনু না‌মে এক মা‌কে গণ‌পিটু‌নি দি‌য়ে হত্যা ক‌রে। এঘটনা তখন বেশ আ‌লো‌চিত ঘটনার এক‌টি । নাড়া দি‌য়ে‌ভিল আ‌লোড়ন হ‌য়ে‌ছিল সারা দেশ ব্যাপী ।

রাজধানীর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করার খোঁজখবর নিতে গিয়ে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার হয়ে নিহত তাসলিমা বেগম রেনু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রেনু হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন 
বুধবার (৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।

ট্যাগস :

রেনু হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন 

আপডেট সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

ক‌রোনাকা‌লীন সম‌য়ে সন্তান‌কে স্কু‌লের ভ‌তিূর জন্য বাড্ডা স্কু‌লের সাম‌নে গে‌লে স্থানীয় বিপদগামী কিছু মানুষ ছে‌লে ধরা স‌ন্দে‌হে রেনু না‌মে এক মা‌কে গণ‌পিটু‌নি দি‌য়ে হত্যা ক‌রে। এঘটনা তখন বেশ আ‌লো‌চিত ঘটনার এক‌টি । নাড়া দি‌য়ে‌ভিল আ‌লোড়ন হ‌য়ে‌ছিল সারা দেশ ব্যাপী ।

রাজধানীর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করার খোঁজখবর নিতে গিয়ে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার হয়ে নিহত তাসলিমা বেগম রেনু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রেনু হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন 
বুধবার (৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।