লন্ডন প্রবাসী ফিরোজ মোল্লার খেলার সামগ্রী বিতরন

- আপডেট সময় : ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৫৩২ বার পঠিত
শিক্ষা জাতীর মেরুদন্ড
খেলাধুলা জাতীর মানদন্ড প্রবাদটির দেখা আজকাল মেলা ভার! এছাড়া তরুন তরুনীরা আজ মাদকের কড়ালগ্রাসে পড়ে জীবন ধ্বংশের পথে নিয়ে গেছে, মাদক মুক্ত করার লক্ষে ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে মানদন্ডের সেই উদ্যোগ নিয়েছেন সুদুর লন্ডন প্রবাসী ও বরিশালের গৌরনদী উপজেলার টরকীর বাসিন্দা সমাজ সেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব মো: ফিরোজ হোসেন মোল্লা ।
গৌরনদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ক্লাব ও অ-রাজনৈতিক সংগঠনগুলোকে ১৪ জনের সেট করে খেলাধুলার সামগ্রী বিতরন করা হয়। আজ রবিবার বিকেলে উপজেলার চেঙ্গুটিয়া ঈদগা ময়দানে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রিকেট ব্যাট,বল ,স্কসটেপ,ভলিবল জার্সি ও নেট সহ খেলা ধুলার সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত থাকেন আয়োজক আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের লন্ডন শাখার অন্যতম নেতা মো: ফিরোজ মোল্লা, প্রবীন সমাজ সেবক সালাম হাওলাদার, বক্তব্য রাখেন ইতালী প্রবাসী ও লেখক সমাজ সেবক মো: মিজানুর রহমান মুন্সি, সাবেক ছাত্র নেতা জসিম শরীফ উপস্থানায় সাংবাদিক মনিরুজ্জামান সরদার ,সরকারি গৌরনদী কলেজ ছাত্র দলের আহবায়ক এহতেশাম পারভেজ, শাকিল হোসেন, সবুজ হাওলাদার প্রমুখ ।