লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৮
- আপডেট সময় : ১২:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৭ বার পঠিত
মধ্যপ্রাচ্যজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। যেকোনো সময় পুরো মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের (২৩ আগস্ট) হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হিজবুল্লাহর সেল লক্ষ করে হামলা চালিয়েছে। এদিকে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি।
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ হুঁশিয়ারি দেয়, যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রাখবে তারা। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
এছাড়া সম্প্রতি হিজবুল্লাহর একজন শীর্ষ নেতাকে হত্যা করে ইসরায়েল। এনিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ।