শতরানের আগেই নেই ৭ উইকেট
- আপডেট সময় : ১২:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ২০ বার পঠিত
ইতিবাচক খেলার চেষ্টা ছিল সকাল থেকে। নাজমুল হোসেন শান্ত আর সাদমান ইসলামের কল্যাণে অনেকটা সাবলীল ছিল স্কোরের চাকা। কিন্তু এরপরেই আকস্মিক ঝড়। পেসার আকাশ দীপ আর স্পিনার রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে বাংলাদেশের মিডল অর্ডার গুঁড়িয়ে গিয়েছে রান তোলার আগেই। দলীয় ৯৪ রানেই ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৪২ রানের। ক্রিজে আছেন মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজ। সবশেষ উইকেট সাকিব আল হাসানের। ২ বলে শূন্য করে ফিরলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এই ইনিংসের মাধ্যমে দেশের বাইরে নিজের শেষ টেস্ট ইনিংস খেলতে নেমেছিলেন সাকিব। আর দেশের মাঠে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে না পারলে এটাই হতে পারে তার শেষ টেস্ট ইনিংস। তবে শেষটা ভাল হলো না তার।
এর আগে সকাল থেকেই কিছুটা ইতিবাচক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। দিনের প্রথম ১২ ওভারে বাংলাদেশ তুলেছে ৫৯ রান। মুমিনুল হকের উইকেট হারালেও কিছুটা ওয়ানডে ঘরানার ব্যাটিং করেই লিড বাড়ানোর দিকে মনোযোগ ছিল বাংলাদেশের। তবে সেই পথে খানিক এগুবার পরেই হলো বর রকমের ব্যাটিং বিপর্যয়।