শত বছরের সবচেয়ে বিধ্বংসী হতে পারে হারিকেন মিল্টন
- আপডেট সময় : ১১:২৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা উপকূলে অগ্রসর হচ্ছে শক্তিশালী হারিকেন মিল্টন। বর্তমানে এটি শক্তি সঞ্চয় করে পাঁচ মাত্রার বিপজ্জনক ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে ভয়াবহ বার্তা দিয়েছে টাম্পার জাতীয় আবহাওয়া সার্ভিস। গত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে বিধ্বংসী ঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এরই মধ্যে আটলান্টিক মহাসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় ‘মিল্টন’ আরও শক্তি সঞ্চয় করে পাঁচ মাত্রার বিপজ্জনক ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে ফ্লোরিডায় ব্যাপক বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
এক বিবৃতিতে টাম্পার জাতীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে, হারিকেনের গতিপথ একই থাকলে এটি গত ১০০ বছরের মধ্যে টাম্পার সবচেয়ে বিধ্বংসী ঝড় হবে। এটি এখনো ফ্লোরিডা উপকূলের জন্য বিপর্যয়কর ঝুঁকি হিসেবে অবস্থান করছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হ্যারিকেন মিল্টন এই শতাব্দীর অর্থাৎ গেলো ১০০ বছরের মধ্যে মার্কিন উপকূলে আছড়ে পড়া সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে।
এছাড়া, ফ্লোরিডাবাসীদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, এটি এখন জীবন-মৃত্যুর বিষয়।