শীত মৌসুমে সিদ্ধ ডিম বিক্রী করে জীবিকা নির্বাহ করেন ফারুকেরা

- আপডেট সময় : ০৯:১৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ২০ বার পঠিত
শীত মৌসুম এলে ঢাকার অলিতে গলিতে সড়কের পাশে অভিজাত বিপনন কেন্দ্র বা ছোট বড় মার্কেটের সমনে ফুটপাথে সিদ্ধডিম বিক্রি করেন অসংখ্য মানুষ । এরা ক্ষুদ্র ব্যবসায়ী ।
তেমনী একজন সিদ্ধ ডিমবিক্রেতা মোহাম্মদ ফারুক হোসেন,গ্রামের বাড়ি ভোলা জেলায়।
তিনি একজন সহজ-সরল মানুষ, দীর্ঘ ২২ বছর ধরে ঢাকায় সিদ্ধ ডিমের ব্যবসা করছেন। তার ব্যবহার এবং আচরণ এমন যে, যে কেউ তাকে সহজেই ভালোবেসে ফেলবে। তার আন্তরিকতাই তার সাফল্যের মূল রহস্য।
ফারুকের ব্যবহারের অসাধারণতাই তাকে অন্যান্য ডিম বিক্রেতাদের থেকে আলাদা করেছে। শীতের মৌসুমে যেখানে বেশিরভাগ বিক্রেতা সীমিত সময়ে ডিম বিক্রি করেন, সেখানে ফারুক ভাই সারা বছর ডিম বিক্রি করেন। তার গ্রাহকরা শুধু প্রয়োজনের জন্য নয়, সম্পর্ক এবং তার ব্যবহারের প্রতি মুগ্ধ হয়ে তার কাছ থেকে ডিম কিনে নেন। এমনকি যারা ডিমের প্রয়োজন অনুভব করেন না, তারাও তার কথা মনে করে তার কাছ থেকে ডিম কিনে নিয়ে যান ।
তার জীবন দর্শন আর ব্যবহারের বিশালতাই প্রমাণ করে যে বড়লোক হওয়ার জন্য শুধু অর্থ নয়, বড় মনের দরকার। ফারুক ভাই সত্যিই বড় মনের একজন মানুষ।
ঢাকায় তিনি তার স্ত্রী, দুই মেয়ে এবং তার মাকে নিয়ে বাস করেন। তার মেয়েরা পড়াশোনায় মনোযোগী এবং পরিবারটি সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে সময় কাটাচ্ছে।
ফারুক হোসেনের এই সংগ্রামী এবং অনুপ্রেরণাদায়ক জীবনের জন্য রইল অনেক শুভকামনা।
এমন মানুষদের থেকেই শেখা যায়, জীবন গড়ে ওঠে ব্যবহারে, আন্তরিকতায় এবং সম্পর্কের প্রতি শ্রদ্ধায়।