ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ২৬ বার পঠিত

শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছেন মাহিন (৬) ও জুনায়েদ (৫)। 

স্থানীয় কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার জাহান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মাহিন ও জুনায়েদ হোসেন শনিবার বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অভিভাবকরা খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে পুকুরে শিশু দুটির লাশ ভাসতে দেখে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা।

 

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :

শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:৫২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছেন মাহিন (৬) ও জুনায়েদ (৫)। 

স্থানীয় কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার জাহান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মাহিন ও জুনায়েদ হোসেন শনিবার বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অভিভাবকরা খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে পুকুরে শিশু দুটির লাশ ভাসতে দেখে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা।

 

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।