ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শোক সংবাদ : মেজর শুভ”র মা আর নেই

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২৭৩ বার পঠিত

মাদারীপু‌রের কালকিনি পৌর এলাকার চর-ঝাউতলা গ্রা‌মের বাসিন্দা কাল‌কি‌নি ভু‌মি অ‌ফি‌সের অবসরপ্রাপ্ত তহসিলদার মো.বেলায়েত হোসেনের সহধর্মিণী ও বাংলা‌দেশ সেনাবা‌হিনীর মেজর আহাদুজ্জামান শুভ’র গর্ভধারণী মা রাজদী বড়বা‌ড়ির লন্ডন প্রবাসী সাইফুল আলম জু‌য়েল , প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তা আজমল আলম সোহা‌গের খাল‌তো‌ বোন মোসাম্মাদ চায়না বেগম (৪৮) কিডনি জনিত কারণে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আগামীকাল শুক্রবার সকাল ৯টায় নিজবা‌ড়ি চরঝাউতলায় নামা‌জে জানাজা শে‌ষে মস‌জিদ সংলগ্ন কবরস্থা‌নে দাফন করা হ‌বে । এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে ।

ট্যাগস :

শোক সংবাদ : মেজর শুভ”র মা আর নেই

আপডেট সময় : ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

মাদারীপু‌রের কালকিনি পৌর এলাকার চর-ঝাউতলা গ্রা‌মের বাসিন্দা কাল‌কি‌নি ভু‌মি অ‌ফি‌সের অবসরপ্রাপ্ত তহসিলদার মো.বেলায়েত হোসেনের সহধর্মিণী ও বাংলা‌দেশ সেনাবা‌হিনীর মেজর আহাদুজ্জামান শুভ’র গর্ভধারণী মা রাজদী বড়বা‌ড়ির লন্ডন প্রবাসী সাইফুল আলম জু‌য়েল , প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তা আজমল আলম সোহা‌গের খাল‌তো‌ বোন মোসাম্মাদ চায়না বেগম (৪৮) কিডনি জনিত কারণে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আগামীকাল শুক্রবার সকাল ৯টায় নিজবা‌ড়ি চরঝাউতলায় নামা‌জে জানাজা শে‌ষে মস‌জিদ সংলগ্ন কবরস্থা‌নে দাফন করা হ‌বে । এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে ।