ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় রাবেয়াদের জয়ের ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২৬ বার পঠিত

ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, এমন সুযোগ কাজে লাগাতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরে বদলে গেছে সব। বাংলাদেশের বিশ্বকাপ আগামী ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

তবে ভেন্যু বদলে গেলেও মানসিকতা বদলায়নি টাইগ্রেসদের। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের জন্য বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা সফরে রয়েছেন তারা। ‘এ’ দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০৪ রানের বড় জয় পেয়েছে। ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করেন রাবেয়া খানরা। জবাবে মাত্র ৬০ রান তুলতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা ‘এ’ দলের ইনিংস।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছিল ৭ উইকেটে। দুই ম্যাচের একটি ওয়ানডে মাঠে গড়ালে সেখানেও ৭ উইকেটের জয় পেয়েছিল টাইগ্রেসরা। তাতে পরপর তিন ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে দলটি। সামনে আরও তিনটি ২০ ওভারের ম্যাচ রয়েছে। বড় জয়ের ম্যাচে অধিনায়ক রাবেয়া খান একাই তুলে নিয়েছেন ৪ উইকেট।

ট্যাগস :

শ্রীলঙ্কায় রাবেয়াদের জয়ের ধারা অব্যাহত

আপডেট সময় : ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, এমন সুযোগ কাজে লাগাতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরে বদলে গেছে সব। বাংলাদেশের বিশ্বকাপ আগামী ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

তবে ভেন্যু বদলে গেলেও মানসিকতা বদলায়নি টাইগ্রেসদের। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের জন্য বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা সফরে রয়েছেন তারা। ‘এ’ দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০৪ রানের বড় জয় পেয়েছে। ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করেন রাবেয়া খানরা। জবাবে মাত্র ৬০ রান তুলতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা ‘এ’ দলের ইনিংস।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছিল ৭ উইকেটে। দুই ম্যাচের একটি ওয়ানডে মাঠে গড়ালে সেখানেও ৭ উইকেটের জয় পেয়েছিল টাইগ্রেসরা। তাতে পরপর তিন ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে দলটি। সামনে আরও তিনটি ২০ ওভারের ম্যাচ রয়েছে। বড় জয়ের ম্যাচে অধিনায়ক রাবেয়া খান একাই তুলে নিয়েছেন ৪ উইকেট।