সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্বব্যবস্থা
- আপডেট সময় : ১১:১৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯ বার পঠিত
বিশ্বব্যবস্থা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-এর প্রধান রিচার্ড মুর। শনিবার (৭ সেপ্টেম্বর) তারা বলেছেন, বর্তমানে বিশ্বব্যবস্থা এমন হুমকির মুখে, যা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের পর আর দেখা যায়নি।
দেশ দুইটির গোয়েন্দাপ্রধান আরও বলেছেন, ইউক্রেনে আগ্রাসী রাশিয়া ও পুতিনের আগ্রাসনের যুদ্ধকে প্রতিহত করতে উভয় দেশ একত্রে কাজ করে যাবে।
ইউরোপজুড়ে রাশিয়ার নাশকতার বেপরোয়া তৎপরতাকে ব্যাহত করতে ও মধ্যপ্রাচ্যে ইসরায়েল-গাজা যুদ্ধে উত্তেজনা কমানোর জন্য কাজ করা হচ্ছে।
প্রথমবারের মতো লেখা যৌথ নিবন্ধে তারা আরও বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তিতে চুক্তি করতে আমরা অবিরাম কাজ করছি।
এই দুই গোয়েন্দাপ্রধান বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে নিঃশেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না। আমাদের সংস্থাগুলো ইউক্রেনের গোয়েন্দাদের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তারা।