সাংবাদিকদের সহযোগিতা ছাড়া প্রশাসন আইন দেশ চালানো কঠিন
- আপডেট সময় : ০৯:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩২ বার পঠিত
গণমাধ্যম। গণমাধ্যম একটি দেশের চতুর্থ স্তম্ভ । আর এই চতুর্থ স্তম্ভ ছাড়া একটি দেশ কোনো ভাবেই চলতে পারে না । বিগত সরকারের শেষ ১০টি বছর সাংবাদিকদের কন্ঠ চেপে ধরার অপ কৌশল চালিয়েছিল। ৫৭ ধারায় ডিজিটাল মামলাটি অন্যায়ভাবে সাংবাদিকদের ওপড় চাপিয়ে দেয়া হয়েছিল। হাজার হাজার সাংবাদিককে এই মামলায় সাজা দেয়া হয়েছিল, মামলার ভয় দেখিয়ে মুখ বন্ধ করা হয়েছিল। অনুসন্ধানী প্রতিবেদকরা তাদের অনুসন্ধানী রিপোর্ট করতে পারেন নি, কলম বন্ধ করার স্বরযন্ত্র করেছিল।
সাংবাদিক সাগর রুনির হত্যার বিচারতো দুরের কথা এত পরিমানে সময় পেছানো হয়নি কোনো মামলায়! যা সাগর রুনির হত্যা মামলায় করা হয়েছিল ! আজও হয়নি কোনো সাংবাদিক হত্যার বিচার! রাস্ট্রই যখন অপরাধের কেন্দ্রবিন্দু হয় তখন বিচার কার কাছে চাইবে ভুক্তভোগি পরিবারগুলো ?
সংবাদ কর্মিদের সহযোগিতা ছাড়া প্রশাসন,পুলিশ প্রশাসনের কাজ,রাস্ট্রের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় ।
গণমাধ্যমকে চাপমুক্ত না করতে পারলে রাস্ট্রের পক্ষে মাথা উচু করে দাড়ানো অসম্ভব হয়ে যাবে । গণমাধ্যম কর্মিদের বৈষম্যতা দূর করতে হবে। গণমাধ্যম কর্মিদের বেতন ভাতা উৎসব বোনাস ঠিক মতন দিতে হবে। কন্ঠরোধ করার মামলা তুলে নিতে হবে । তবেই দেশ এগিয়ে যাবে, উন্নীত হবে দেশ ।
টি এম তুহিন
গণমাধ্যম কর্মি