সাধু সাবধান —- এম জহির উদ্দিন স্বপন

- আপডেট সময় : ০৬:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ২০৫ বার পঠিত
ডায়াগনিস্টিক ব্যবসা জীবন মরন ব্যবসা, এটা একটি সেবা মূলক প্রতিষ্ঠান। অতি মুনাফা বা অন্যায় করার ব্যবসা নয়। এখানে গরীব রোগিগুলো আসেন চিকিৎসা সেবা নিতে, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না, সঠিক চিকিৎসা সেবা প্রদান করবেন, যাতে কোনো অসহায় গরীব রোগি সেবা থেকে বঞ্চিত না হন। যার নিবন্ধন নেই তিনি স্বাস্থ্য সেবা দেয়ার কোনো অধিকার নেই, লাইসেন্স নিয়ে নিয়ম অনুযায়ী ব্যবসা করবেন, আর যাদের বা যেসকল ডায়াগনিস্টিক লাইসেন্স নেই তাদের বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিবেন । অন্যায় করার কোনো উপায় নেই ।
বিগত সরকারের আধা শিক্ষিত মন্ত্রীগুলো বলেতেন “বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়েছে” ! কই ? সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী তো পালায় না ! সিঙ্গাপুর নামক বাংলাদেশের প্রধানমন্ত্রীতো পালিয়েছেন। আপনারা যারা নিজেকে বুদ্ধিমান চালাক মনে করেন,স্মার্ট মনে করেন আপনারা কিন্তু তার (শেখ হাসিনার ) চেয়ে বেশী চালাক না না,স্মার্ট না ,আপনি ডাক্তার সাহেব,আপনি ডায়গনিস্টিক মালিক আপনি নেতা আমি জহির উদ্দিন স্বপন কেইউ আইনের বাইরে নয়, অতএব সাধু সাবধান সাধু সাবধান সাধু সাবধান।
উপরোক্ত কথাগুলো বলেন গৌরনদী উপজেলার জনস্বাস্থ্যসেবা শীর্ষক মতবিনিময় সভা এবং গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক ওনার্স এসোসিয়েশনের সদস্যদের পরিচিতি সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা সাবেক এমপি জহির উদ্দিন স্বপন ।
সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা মনিরুজ্জামান ।
এসময় ক্লিনিক মালিক ও ডায়াগনিস্টিক নব নির্বাচিত সভাপতি মুহিত শরীফ, হলিকেয়ারের আহসান মিঠু,এস এম মোশারেফ হোসেন এবি সিদ্দিকের আনিচুর রহমান,শহিদুল ইসলাম সহ মালিক ও কর্মকর্তাগন ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহব্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হানান, পৌর বিএনপির আহব্বায় জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ফরিদ মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, শরীফ স্বপন,
উপস্থিত ছিলেন, যুবদল নেতা নান্না খান,শামীম হাওলাদার, রফিক চোকদার, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, সাবেক ভিপি আনোয়ারুল ইসলাম বাদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিবৃন্দ।