বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন

সায়েন্সল্যাবে বিস্ফোরণে ভবনে ধস, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক / ১০
আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১২:৫৯ অপরাহ্ণ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এবং ভবনটি ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

রোববার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা কলেজের পাশের একটি ভবনে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ৫২মিনিটে ঢাকা কলেজের পাশে তিনতলা একটি ভবনে এসি বিস্ফোরণে আগুন ধরে যায়। এবং ভবনটি ধসে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ ও হতাহতের সঠিক তথ্য জানাতে পারেননি তিনি।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD