সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

- আপডেট সময় : ০৯:৩৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১৯ বার পঠিত
সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান কারদাহা এলাকায় পূর্ববর্তী সিরিয়ার সরকারের অস্ত্র মজুদ থাকা একটি সামরিক স্থানে হামলা চালিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, তারতুস শহরের আশেপাশে ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এতে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা এবং বিশেষায়িত দলগুলো লক্ষ্যবস্তুগুলোর অবস্থান নিশ্চিত করার জন্য কাজ করছে।
গত বছরের ডিসেম্বর মাসে সিরিয়ার ক্ষমতায় ২৪ বছর ধরে থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইসরাইল সিরিয়ার সামরিক সম্পদ লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালিয়েছে।
গত মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ সিরিয়ায় অস্ত্র ধারণকারী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই এলাকাটিকে সামরিকীকরণের আহ্বান জানানোর কয়েকদিন পর এই হামলা চালানো হয়।