সেই সেনা সদস্য বাংলাদেশ তথা সেনাবাহিনীর গর্ব

- আপডেট সময় : ১১:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৮৭ বার পঠিত
বন্যায় আটকে পরা মানুষদের উদ্ধার অভিযান চালায় সেনা বাহিনী। বানের পানি থেকে উদ্ধারের পরে ট্রাকে করে আশ্রয় কেন্দ্রে নেয়ার জন্য ট্রাকে তোলা হয় তাদের। এসময় কয়েকজন নারী ও শিশু উচু ট্রাকে ওঠতে পারছিলেন না। তাৎক্ষনিক দায়িত্বরত সেনা অফিসার ল্যান্স কর্পোরাল কাজি সুমন হাটু গেড়ে বসে হাটুকে সিড়ি বানিয়ে নারীদের ট্রাকে ওঠতে সাহায্য করেন।
গত ২৪ আগস্ট এই ভিডিও টি একজন প্রত্যক্ষদর্শী ভডিও ধারণ করেন। পরে সেটা বিভিন্ন প্লাটফর্ম সমূহে প্রচার হয়। এখন জাতীয় গণমাধ্যমও সেটা প্রচার করছে ।
বরিশালের গৌরনদী উপজেলায় কাজী সুমনের গ্রামের বাড়ি । কাজী সুমন গৌরনদী ব্লাড ডোনার ক্লাবের একজন উদ্যোক্ত সদস্য।
এই ল্যান্স কর্পোরাল কাজী সুমনেরাই আমাদের সত্যিকারের দেশপ্রেমিক সেনাবাহিনীর গর্বিত সদস্য। এরাই আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী। গণহত্যাকারী খুনি মাফিয়া জিয়াউল আহসানেরা সেনাবাহিনীর ভাবমূর্তির সে ধ্বস নামিয়েছিল সেটা পূরণ করতে পারবে এই দেশপ্রেমিক সেনাসদস্যরাই।
গত ২৪ আগস্ট প্রচার করা সেই ভিডিও:
(https://t.me/basherkella/42101)