দূর্ঘটনার খবর পেয়ে সেন্টমার্টিন থেকে স্থানীয় বাসিন্দারা চারটি স্পীডবোটে করে উদ্ধার অভিযানে নামে।
সেন্টমার্টিনে ট্রলার ডুবি, উদ্ধারে গিয়ে ডুবেছে স্পীডবোটও

- আপডেট সময় : ১১:৩৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ১৩১ বার পঠিত
ডুবে যাওয়া স্পীডবোট থেকে সাঁতরিয়ে ফেরা সেন্টমার্টিন ডেইল পাড়ার বাসিন্দা উম্মত আলী বলেন, আমরা চারটি স্পীডবোট নিয়ে সাগরে নেমে ডুবে যাওয়া ট্রলারের ১৩ জনকে জীবিত উদ্ধার করেছিলাম।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে স্থানীয় লোকজন আরো কয়েকটি ট্রলার ও স্পীডবোট নিয়ে সাগরে উদ্ধার অভিযানে যায়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য ও স্পীডবোট মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, উদ্ধারকারী চারটি স্পীডবোটের একটি ডুবে যায়। ওই স্পীডবোটে থাকা ছয়জনের মধ্যে চারজন সাঁতরে উঠেছেন। দুইজনকে এখনো পাওয়া যায়নি। এছাড়া ট্রলারের এক যাত্রীও নিখোঁজ রয়েছেন।
এদিকে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযানকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সঙ্গে কোস্ট গার্ডের সংঘর্ষ হয়েছে। উত্তেজিত জনতাকে থামাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড গুলি চালিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এতে দ্বীপের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এ বিষয়ে কোস্ট গার্ডের বক্তব্য পাওয়া যায়নি।