হবিগঞ্জে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

- আপডেট সময় : ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ২৫ বার পঠিত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিপরীত দিক থেকে যাওয়া ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার পুকড়া এলাকায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার টুপিয়া চানপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (২৪) ও আব্দুল মজিদের ছেলে কাউছার আহমেদ (২২)।
স্বজনরা জানান, কাউছার আহমেদের চাচাতো ভাইয়ের ছেলে আব্দুল কাদির।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় আব্দুল কাদির ও কাউছার টুপিয়া চানপুর থেকে হবিগঞ্জ জেলা সদরে আসছিলেন। পুকরা ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে যাওয়া একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত কাউছারকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলকে চাপা দেয়া ট্রাক পালিয়ে কিছু দূর চলে যাওয়ার পর এলাকাবাসী আটক করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।