হারিছ নজরুল সুমন রাতুল সহ ২৮ জনের নামে মামলা

- আপডেট সময় : ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ২৯৬ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ত্রাস বাহিনীর প্রধান ত্রাস হারিছ ওরফে হারিছুর রহমান সহ ২৮ জনের নামে গৌরনদী মডেল থানায় আরও একটি মামলা রুজু হয়েছে। এ নিয়ে হারিছের নামে তিনটি মামলা রুজু হলো । বাদি মো বাচ্চু সরদার । মামলা নং ১৫/২২৫, ১৭/১০/২৪ ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/
৩৮৬/৫০৬/১০৯ ।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার চাদশী বাজারের রহিম তালুকদারের ফার্মেসীর সামনে পোল্ট্রি ফার্ম গরু ও পান ব্যবসায়ী বিএনপির কর্মি মো বাচ্চু সরদারকে মারধর করে গুরতর জখম করে ও গরু বিক্রির টাকা ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয় ।
মারধর করে মুমুর্ষ অবস্থায় ফেলে গেলে তার ছেলেসহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন।
মামলায় অন্যান্ন আসামীরা হলেন, চাদশী ইউপির সাবেক চেয়ারম্যান ও চাদশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, গৌরনদী কলেকের সাবেক সাবেক ভিপি সুমন মাহমুদ সুমন মোল্লা, ছাত্রলীগের হাতুরি ও অস্রধারী সন্ত্রাসী রাতুল শরীফ ওরফে আল নাহিয়ান শরীফ, সাবেক মেম্বর, রাসেল সরদার ,রায়হান বেপারী, বরকত সরদার সহ ৩২ কনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয় ।
গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ ওসি মো ইউনুস মিয়া মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতারে চেস্টা চলছে ।