ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হাসানাত আব্দুল্লাহর পুত্র মঈন ডি‌বির হা‌তে গ্রেফতার

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ১০:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ২৭৬ বার পঠিত

আওয়ামীলী‌গ সভা‌নেত্রী সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার আত্বীয়‌দের ম‌ধ্যে এই প্রথম গ্রেফতার হ‌লেন একজন। তি‌নি হ‌লেন শেখ হা‌সিনার ফুফা‌তো ভাই ব‌রিশাল জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি কে‌ন্দ্রিয় আওয়ামীলী‌গের সদস্য ব‌রিশাল ১ আস‌নের সা‌বেক সাংসদ সা‌বেক চিপ হুইফ আবুল হাসানাত আব্দুল্লাহর মেঝ ছে‌লে কৃষকলী‌গের কে‌ন্দ্রিয় নেতা, যুবলী‌গের কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সা‌বেক সদস্য সেরনিয়াবাত মইন উ‌দ্দিন আব্দুল্লাহ মঈন। আজ রা‌তে ঢাকার নিজ বাসা থে‌কে মহানগর গো‌য়েন্দা পু‌লিশের এক‌টি দল মঈন‌কে গ্রেফতার করেন ব‌লে জানা গে‌ছে।

গ্রেফতা‌রের পূ‌র্বে মঈন এক‌টি ভি‌ডিও বার্তা রেকর্ড ক‌রেন। গ্রেফতা‌রের প‌রে তার ছে‌লে ম‌হিন আব্দুল্লাহর পেইজ থে‌কে সে‌টি আপ‌ল্ডে করা হয়। সেখা‌নে মঈন গ্রেফতা‌রের বিষয়‌টি আ‌গেই জান‌তেন এবং প্রস্তু‌তিও নি‌য়ে রে‌খে‌ছি‌লেন।

৫ আগস্ট পট প‌রিবর্ত‌নের পূ‌র্বেই আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার ছোট ছে‌লে ব‌রিশাল জেলা আওয়ামীলী‌গের সদস্য আ‌শিক আব্দুল্লাহ‌কে নি‌য়ে ভার‌তে চ‌লে যান । তি‌নি আর দে‌শে ফি‌রেন নি ।

মঈন আব্দুল্লাহর না‌মে কি কি মামলা দেয়া হ‌য়ে‌ছে বা দেয়া হ‌বে এই বিষ‌য়ে কান‌তে চাই‌লে গো‌য়েন্দা পু‌লি‌শের উর্দ্ধতন জ‌নৈক কর্মকর্তা কো‌নো কথা বল‌তে চান নি । আদাল‌তে নেয়ার প‌রে জানা‌নো যা‌বে ব‌লে তি‌নি জানান।

ট্যাগস :

হাসানাত আব্দুল্লাহর পুত্র মঈন ডি‌বির হা‌তে গ্রেফতার

আপডেট সময় : ১০:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

আওয়ামীলী‌গ সভা‌নেত্রী সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার আত্বীয়‌দের ম‌ধ্যে এই প্রথম গ্রেফতার হ‌লেন একজন। তি‌নি হ‌লেন শেখ হা‌সিনার ফুফা‌তো ভাই ব‌রিশাল জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি কে‌ন্দ্রিয় আওয়ামীলী‌গের সদস্য ব‌রিশাল ১ আস‌নের সা‌বেক সাংসদ সা‌বেক চিপ হুইফ আবুল হাসানাত আব্দুল্লাহর মেঝ ছে‌লে কৃষকলী‌গের কে‌ন্দ্রিয় নেতা, যুবলী‌গের কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সা‌বেক সদস্য সেরনিয়াবাত মইন উ‌দ্দিন আব্দুল্লাহ মঈন। আজ রা‌তে ঢাকার নিজ বাসা থে‌কে মহানগর গো‌য়েন্দা পু‌লিশের এক‌টি দল মঈন‌কে গ্রেফতার করেন ব‌লে জানা গে‌ছে।

গ্রেফতা‌রের পূ‌র্বে মঈন এক‌টি ভি‌ডিও বার্তা রেকর্ড ক‌রেন। গ্রেফতা‌রের প‌রে তার ছে‌লে ম‌হিন আব্দুল্লাহর পেইজ থে‌কে সে‌টি আপ‌ল্ডে করা হয়। সেখা‌নে মঈন গ্রেফতা‌রের বিষয়‌টি আ‌গেই জান‌তেন এবং প্রস্তু‌তিও নি‌য়ে রে‌খে‌ছি‌লেন।

৫ আগস্ট পট প‌রিবর্ত‌নের পূ‌র্বেই আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার ছোট ছে‌লে ব‌রিশাল জেলা আওয়ামীলী‌গের সদস্য আ‌শিক আব্দুল্লাহ‌কে নি‌য়ে ভার‌তে চ‌লে যান । তি‌নি আর দে‌শে ফি‌রেন নি ।

মঈন আব্দুল্লাহর না‌মে কি কি মামলা দেয়া হ‌য়ে‌ছে বা দেয়া হ‌বে এই বিষ‌য়ে কান‌তে চাই‌লে গো‌য়েন্দা পু‌লি‌শের উর্দ্ধতন জ‌নৈক কর্মকর্তা কো‌নো কথা বল‌তে চান নি । আদাল‌তে নেয়ার প‌রে জানা‌নো যা‌বে ব‌লে তি‌নি জানান।