ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১ কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিসহ গ্রেপ্তার, মদ উদ্ধার ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনিত করলো পাকিস্তান বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ ‘এক কলেই থামবে ইসরায়েল-ইরান যুদ্ধ’ বিএনপির কাছে নিজ দলের কর্মীরাও নিরাপদ নন: মুফতি ফজলুল করীম পল্টনে ডিবির অভিযানে মাদক কারবারিদের গুলি, দুই পুলিশ সদস্য আহত প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড জেলেদের লক্ষ্য করে গুলির অভিযোগ কোস্টগার্ডের বিরুদ্ধে, নিখোঁজ ২ আগামী পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

হোয়াইট হাউসে নেতানিয়াহুকে আমন্ত্রণ, ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক শিগগিরই

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৪৪ বার পঠিত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার (২৮ জানুয়ারি) জানিয়েছে, বৈঠকটি আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

যদিও নেতানিয়াহুর কার্যালয় নির্ধারিত তারিখ ঘোষণা করেছে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা  জানিয়েছেন, বৈঠকের নির্দিষ্ট দিন এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি আগামী সপ্তাহের শুরুতেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমন্ত্রণপত্রে ট্রাম্প নেতানিয়াহুকে লিখেছেন, ‘আমি আগ্রহী কিভাবে আমরা ইসরায়েল ও তার প্রতিবেশীদের জন্য শান্তি নিশ্চিত করতে পারি এবং সম্মিলিতভাবে আমাদের শত্রুদের মোকাবিলা করতে পারি, সে বিষয়ে আলোচনা করতে।’

বিশ্লেষকদের মতে, বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা হতে পারে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি। নেতানিয়াহু অভ্যন্তরীণভাবে এই চুক্তির কারণে ব্যাপক চাপের মুখে রয়েছেন, তবে ট্রাম্প চান এটি টিকে থাকুক। সম্ভাব্য সমাধান হিসেবে ইসরায়েলকে প্রণোদনা প্যাকেজ দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে।

দীর্ঘ ১৫ মাসের সংঘাতের পর যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল তিন ধাপের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। চুক্তিটি কার্যকর হয়েছে গত ১৯ জানুয়ারি।

ট্যাগস :

হোয়াইট হাউসে নেতানিয়াহুকে আমন্ত্রণ, ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক শিগগিরই

আপডেট সময় : ১১:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার (২৮ জানুয়ারি) জানিয়েছে, বৈঠকটি আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

যদিও নেতানিয়াহুর কার্যালয় নির্ধারিত তারিখ ঘোষণা করেছে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা  জানিয়েছেন, বৈঠকের নির্দিষ্ট দিন এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি আগামী সপ্তাহের শুরুতেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমন্ত্রণপত্রে ট্রাম্প নেতানিয়াহুকে লিখেছেন, ‘আমি আগ্রহী কিভাবে আমরা ইসরায়েল ও তার প্রতিবেশীদের জন্য শান্তি নিশ্চিত করতে পারি এবং সম্মিলিতভাবে আমাদের শত্রুদের মোকাবিলা করতে পারি, সে বিষয়ে আলোচনা করতে।’

বিশ্লেষকদের মতে, বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা হতে পারে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি। নেতানিয়াহু অভ্যন্তরীণভাবে এই চুক্তির কারণে ব্যাপক চাপের মুখে রয়েছেন, তবে ট্রাম্প চান এটি টিকে থাকুক। সম্ভাব্য সমাধান হিসেবে ইসরায়েলকে প্রণোদনা প্যাকেজ দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে।

দীর্ঘ ১৫ মাসের সংঘাতের পর যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল তিন ধাপের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। চুক্তিটি কার্যকর হয়েছে গত ১৯ জানুয়ারি।