২২-১-২০২৩
আজ থেকে ১৪ বছর পূর্বে নারায়নগঞ্জের কিশোর সন্তান ইসলাম গ্রহন করেন। ইসলাম গ্রহনের পরে মাদ্রাসায় ভর্তি হয়ে কারি মাওলানা হয়ে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করেন আর মোনাজাতে বাবার জন্য দোয়া করতেন। গতকাল ছেলের মাহফিলে উপস্থিত হয়ে নিজ সন্তান নও মুসলিম মাওলানা কারী রেজাউল করীম সাহেবের হাতে হাত রেখে তার বাবা পবিত্র কালেমা পরে মুসলমান হলেন । আলহামদুলিল্লাহ,
বাবার জন্য ১৪ বছরের প্রচেষ্ঠার ফল তিনি জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তায় এসেছেন।
মাওলানা কারি রেজাউল করিম হুজুরের বাবা কমল চন্দ্র দাস তার নিজ সন্তানের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়ায় উপস্থিত মুসুল্লি
দের মাঝে আনন্দ অশ্রু ঝড়ে 💝আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনিতে প্রকম্পিত হয়ে যায় পুরো মাহফিল প্যান্ডেল।
কমল চন্দ্র দাস থেকে বর্তমান নাম হলেন মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাখা হয়েছে।
হে আল্লাহ ইসলামের ছায়াতলে থাকার তৌফিক দান করুন । আমিন
তথ্য সুত্র মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদী