সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন

২০ ঘণ্টা পর বরিশালে লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক / ১৩
আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১০:২২ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়ার কারণে প্রায় ২০ ঘণ্টা পর বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। সন্ধ্যায় ঢাকা রুটের লঞ্চ চলাচল করবে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বিআইডব্লিউটিএ।

বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি ভালো হওয়ায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। 

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশের উপকূল স্পর্শ করে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র অগ্রভাগ। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূলে আঘাত হানে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD