ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিকিটের জন্য হাহাকার, বাফুফের সামনে ভক্তদের ঝাড়ু মিছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি দ.কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং: এক বিতর্কিত উত্থানের গল্প ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবোঝাই ট্রাক খাদে পড়ে বিস্ফোরণ, পুরো এলাকায় আতঙ্ক পানির নিচে বিস্ফোরক রেখে কার্চ সেতুতে হামলা চালানোর দাবি ইউক্রেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কুমিল্লায় যানজটে ভোগান্তি ঢাকায় কোরবানির পশুর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি তুরস্কে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান, ২০ দিন ধরে ব্যাহত নাগরিক সেবা

৫ জেলেকে এখনো ফেরত দেয়নি আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৫৭ বার পঠিত

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ শিকারকালে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ৫ জেলেকে এখনো ফেরত দেয়নি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। তাই তাদের পরিবারে বিরাজ করছে আতঙ্ক। একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের বন্দিদশা হতে দেশে ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা। 

আটক জেলেরা হলেন- সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া (২৩), আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া  (১৭), মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯), চকরিয়া এলাকার খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ রাশেদ (২৪)।

মঙ্গলবার রাতে শাহপরীর দ্বীপের মৎস্যজীবী জেলে কমিটির সভাপতি আব্দুল গনি মাঝি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে তারা টেকনাফ শহরের পূর্বে নাফ নদীতে মাছ শিকার করতে যায়। ওই সময় তাদের বোটের ইঞ্জিন বিকল হলে মিয়ানমার জলসীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে পেরামপুরো ঘাট হতে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এসে তাদের বোটসহ ধরে নিয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন মাধ্যমে পরিবারের সদস্যরা আটক জেলেদের খোঁজখবর  নিচ্ছেন বলে জানা গেছে।

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে নাফ নদীতে মাছ শিকার করা এখন অনিরাপদ। জেলেরা মাছ শিকার করতে জলসীমার প্রান্তে গেলেই মিয়ানমার পয়েন্ট হতে বিদ্রোহীরা এসে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, আমরা খবর পেয়েছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে।

ট্যাগস :

৫ জেলেকে এখনো ফেরত দেয়নি আরাকান আর্মি

আপডেট সময় : ১১:৫১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ শিকারকালে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ৫ জেলেকে এখনো ফেরত দেয়নি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। তাই তাদের পরিবারে বিরাজ করছে আতঙ্ক। একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের বন্দিদশা হতে দেশে ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা। 

আটক জেলেরা হলেন- সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া (২৩), আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া  (১৭), মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯), চকরিয়া এলাকার খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ রাশেদ (২৪)।

মঙ্গলবার রাতে শাহপরীর দ্বীপের মৎস্যজীবী জেলে কমিটির সভাপতি আব্দুল গনি মাঝি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে তারা টেকনাফ শহরের পূর্বে নাফ নদীতে মাছ শিকার করতে যায়। ওই সময় তাদের বোটের ইঞ্জিন বিকল হলে মিয়ানমার জলসীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে পেরামপুরো ঘাট হতে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এসে তাদের বোটসহ ধরে নিয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন মাধ্যমে পরিবারের সদস্যরা আটক জেলেদের খোঁজখবর  নিচ্ছেন বলে জানা গেছে।

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে নাফ নদীতে মাছ শিকার করা এখন অনিরাপদ। জেলেরা মাছ শিকার করতে জলসীমার প্রান্তে গেলেই মিয়ানমার পয়েন্ট হতে বিদ্রোহীরা এসে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, আমরা খবর পেয়েছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে।