শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Logo তাহারা কি আই‌নের উ‌র্দ্ধে ? ফ‌রিদুল মোস্তফা Logo কালকিনি (মাদারীপুর) উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান -২০২৪ অনুষ্ঠিত Logo মাদারীপুর ৩ আসনের এমপি মোছাম্মৎ তাহমিনা বেগমের আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় Logo মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়নে “আব্দুর রব তালুকদার -মাহমুদা বেগম ফাউন্ডেশন” এর ঈদ উপহার সামগ্রী বিতরণ Logo ঢাকাসহ ৭ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস Logo বাড়ি ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে ঢাকা Logo গুরুত্বপূর্ণ সীমান্ত শহর হারাল মিয়ানমার জান্তা, বাঁচলো আত্মসমর্পণ করে Logo ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় Logo আমিরাতে সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান Logo ঈদের আগে বাড়লো মুরগির দাম

বার্সেলোনার জন্য বিশেষ ‘হোমওয়ার্ক’ ম্যান ইউ কোচের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক / ৭১
আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১১ পূর্বাহ্ণ

ক্রিশ্চিয়ানো রোনালদো পরবর্তী সময়ে ভালো খেলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তার আগে ভালো খেললেও যাবতীয় পারফরম্য়ান্সের মাঝে শিরোনামে উঠছিল শুধুই ক্রিশ্চিয়ানো রোনালদো প্রসঙ্গই। ম্য়ান ইউ সমর্থকরা ভরসা রেখেছিলেন কোচ এরিক টেন হ্য়াগের উপর। ক্লাব ম্যানেজমেন্টেরও তাঁর উপর অগাধ আস্থা ছিল। সে কারণেই রোনাল্ডোর মতো তারকাকে প্রাধান্য না দিয়ে এরিক টেন হ্য়াগকেই স্বাধীনতা দেওয়া হয়েছিল। 

ফুটবলারদের ডিসিপ্লিন, ট্রেনিং, খাদ্যাভ্য়াস কোনও কিছুর সঙ্গেই আপোষ করতে নারাজ এরিক টেন হ্য়াগ। প্রতি মুহূর্তেই তা প্রমাণ করেছেন। এমনকি রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখতেও দ্বিধা করেননি। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এক ম্য়াচে রোনালদো পরিবর্ত হিসেবে নামতে না চেয়ে শেষ বাঁশি বাজার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। শৃঙ্খলাভঙ্গের কারণে পরের ম্যাচেই তাকে ছেঁটে ফেলা হয়েছিল। এবার পরিকল্পনা গড়া নিয়ে চোখে পড়ল এরিকের হোমওয়ার্কের একটি চিত্র।

ইউরোপা লিগে বার্সেলোনার বিরুদ্ধে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফের ম্যাচ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার ঘরের মাঠে ম্যাচ। ন্য়ু ক্য়াম্পে প্রথম লেগের ম্য়াচ হয়েছিল। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ অবধি ড্র হয়। ক্য়াম্প ন্য়ু-তে বার্সেলোনার ঘরের মাঠে ম্যাচের চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। মার্কোস অলন্সোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। মাত্র ২ মিনিটের মধ্য়েই তা শোধ করে ম্যান ইউ। ম্যান ইউয়ের হয়ে সমতা ফেরানোর গোল করেন মার্কাস ব়্যাশফোর্ড। এরপরই সমস্য়ায় পড়ে বার্সেলোনা। জুলে কুন্ডের আত্মঘাতী গোলে ২-১ এগিয়ে যায় ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড। বার্সার ত্রাতা হয়ে দাঁড়ান রাফিনহা। ৭৬ মিনিটে তার গোলেই ড্র হয়। প্রথম লেগে রুদ্ধশ্বাস একটা ম্যাচের পর বৃহস্পতিবার দ্বিতীয় লেগে মুখোমুখি হতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা।

বার্সেলোনার দলটি তারুণ্য়ে ভরা। তাদের গতির সঙ্গে পেরে ওঠা সহজ নয়। সে কারণেই বিশেষ হোমওয়ার্ক করছেন ম্য়ান ইউ কোচ এরিক টেন হ্য়াগ। বার্সার বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে ক্য়াম্প ন্য়ু-তে ম্য়ান ইউয়ের আট জন ভিডিও অ্য়ানালিস্ট উপস্থিত ছিলেন। যারা প্রতিটি প্লেয়ারের শক্তি-দূর্বলতা, গতি যাবতীয় বিষয়ে নজর রেখেছে। দ্বিতীয় লেগের ম্য়াচে সেই থেকে পরিকল্পনা তৈরি করছেন ম্য়ান ইউ কোচ। ঘরের মাঠে বার্সেলোনার বিরুদ্ধে পারফরম্য়ান্সেই ধরা পড়বে, এরিক টেন হ্য়াগের ছাত্রদের হোমওয়ার্ক কেমন হল।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD